বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৯:১৩ অপরাহ্ন

বিএনপি নেতাদের নামে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

মাগুরা প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫

মাগুরায় যুবদল নেতা মিরান হত্যা

মাগুরার শ্রীপুরে জেলা যুবদলের নেতা মো. মিরান হোসেন হত্যা মামলায় নাকোল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মহব্বত হোসেন ও সব্দালপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা নেতা হাফিজার রহমান ও বিএনপি নেতা প্রিন্সের নামে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ১৩ এপ্রিল রোববার বেলা ১১ টায় উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে একটি বিক্ষোভ নিয়ে শ্রীপুর মহেশ চন্দ্র সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এসে মানববন্ধন করে। এ সময় বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আশরাফুল আলম জোয়ার্দার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বদরুল আলম হিরো, সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মুন্সি রেজাউল করিম, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ মজুমদার, সব্দালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শরিফুল ইসলাম সাচ্ছু, সব্দালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা মিয়া সমিরুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য সচিব শাহ আলম তুফান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মুন্সি ইয়াছিন আলী সোহেল প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন , মিরান হত্যা মামলার মূল আসামিদের রক্ষা করতে এবং অন্য দিকে ধাবিত করতে শ্রীপুর উপজেলার বিএনপির নেতাকর্মীদের নামে হয়রানি মূলক মামলা দায়ের করা হয়েছে।অবিলম্বে এই চাঞ্চল্যকর মিরান হত্যা মামলায় বিএনপি নেতাদের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করে প্রকৃত দোষীদের শাস্তির দাবি জানান। উল্লেখ্য, গত ৩০ মার্চ রাত সাড়ে ৮ টার দিকে মিরানকে স্থানীয় নাকোল বাজারে দেশীয় অস্ত্র দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর আহত করলে প্রথমে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতির হলে তাকে ঢাকার নিউরো সাইন্স হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ৫ মার্চ তার মৃত্যু হয়। এ ঘটনায় মিরানের স্ত্রী টুম্পা পারভীন কেয়া বাদী হয়ে ১৯ জনকে আসামী করে শ্রীপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ইতোমধ্যে জিন্নাহ নামে একজনকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ। শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ইদ্রিস আলী জানান, মামলায় একজনকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com