জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ঐতিহ্যবাহী বায়তুন নুর জামে মসজিদের বিরুদ্ধে ষড়যন্ত্র, মিথ্যা সংবাদ প্রচার এবং মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুল হাকিম মন্ডল কে অবমাননার প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৩ এপ্রিল রোববার বাদ আছর বায়তুন নুর জামে মসজিদের সর্বস্তরের মুসল্লীদের ব্যানারে হিলি জয়পুরহাট সড়কের তিনমাথা মোড়ে এ মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রায় ঘন্টা ব্যাপী মানববন্ধনে রাখেন পাঁচবিবি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আবু হাসনাত মন্ডল হেলাল, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জিয়াউর ফেরদৌস রাইট, বায়তুন নুর জামে মসজিদের খতিব মাওলানা জামিল হোসেন, কোষাধ্যক্ষ প্রভাষক আবুজার রহমান প্রমুখ। এছাড়াও পাঁচবিবি বণিক সমিতি, উপজেলা চালকল মালিক সমিতির ব্যানারে স্ব স্ব সংগঠনের নেতাবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, বায়তুন নুর জামে মসজিদ নিযে যারা ষড়যন্ত্র ও চক্রান্ত করছেন এবং সভাপতিকে অবমাননা পায়তারা করছেন তাদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানানো হয়।