বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৫:২১ অপরাহ্ন

নতুন বছরের নতুন চ্যাম্পিয়ন ধনবাড়ী উপজেলা নারী ফুটবল দল

জহিরুল ইসলাম মিলন (ধনবাড়ী) টাঙ্গাইল
  • আপডেট সময় রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫

টাঙ্গাইল ঘাটাইল উপজেলার সংগ্রামপুর ইউনিয়নের নলমা জেলা চ্যাম্পিয়ন বালিকা (অনুর্ধ্ব-১৭) কৃতি ফুটবলারদের সংবর্ধনা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল নলমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। ঘাটাইল উপজেলা প্রশাসন আয়োজিত, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার ইজরাত জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবু সাঈদ। অন্যান্যদেও মধ্যে উপস্থিত ছিলেন ঘাটাইল থানা অফিসার্স ইনচার্জ(ওসি) মো: রকিবুল ইসলাম,মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শফিকুল ফিকুল ইসলাম। উপজেলা প্রাথমিক শিক্ষা উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার(পিআইও) এনামুল হক, সংগ্রামপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক উপজেলা হিসাব রক্ষক মোহাম্মদ লিয়াকত আলী প্রমুখ। উক্ত খেলায় শুভেচ্ছা বক্তব্য রাখেন নলমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান। টাঙ্গাইল জেলা নারী ফুটবল দলকে ২-১ গোলে পরাজিত করে ধনবাড়ী উপজেলার নারী ফুটবল দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।ধনবাড়ী উপজেলা নারী ফুটবল দলের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তালিকাভুক্ত কোচ জহিরুল ইসলাম মিলন এই বিজয়কে খেলোয়ারদের এবং ধনবাড়ী বাসীর বিজয় বলেন তিনি আরো বলেন আমাদের এই জয় এর ধারা অব্যাহত থাকবে ইনশাল্লাহ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com