তরুণ কবি ও বাচিকশিল্পী আহমদ বাসিরের স্মরণে গত ২২ নভেম্বর’২০ সন্ধ্যায় বাংলাদেশ কালচারাল একাডেমির উদ্যোগে এক ভার্চুয়াল স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ কালচারাল একাডেমির সভাপতি বাচিকশিল্পী শরীফ বায়জীদ মাহমুদের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে মেহমান হিসাবে আলোচনা করেন অধ্যাপক মোহাম্মদ মতিউর রহমান, বিশিষ্ট সমাজসেবক এম. এস. উদ্দিন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আ. জ. ম. ওবায়দলুল্লাহ, অধ্যাপক শিল্পী সাইফুল্লাহ মানছুর, চট্টগ্রাম সংস্কৃতি কেন্দ্রের সভাপতি আমিরুল ইসলাম, কবি সোলায়মান আহসান, কবি আসাদ বিন হাফিজ, সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের সেক্রেটারি জাকিউল হক জাকি।
কান্ডারি মুয়াজ্জেম হোসেনের কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত কথা রাখেন বাংলাদেশ কালচারাল একাডেমির সেক্রেটারি মো. আবেদুর রহমান। মরহুম কবির লেখা কবিতা আবৃত্তি করে বাচিকশিল্পী আহসান হাবিব খান।
কবি ওয়াহিদ আল হাসানের সঞ্চালনায় স্মরণসভায় আরও যারা আলোচনায় অংশগ্রহণ করেন কবি শরীফ আব্দুল গোফরান, ড. মাহফুজুর রহমান আখন্দ, বাচিকশিল্পী নাসির মাহমুদ, ড. ফজলুল হক তুহিন, আতিক হেলাল, মোহাম্মদ নুরুল ইসলাম, তাজ ইসলাম ও মরহুমের বড়ভাই নাসির আহমেদ বাবলু প্রমুখ।
মরহুম কবির স্মরণে বক্তারা বলেন, কবি আহমদ বাসির ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। তিনি একাধারে কবি, কথাসাহিত্যিক, সাংবাদিক, গবেষক, সম্পাদক, সংগঠক, গীতিকার ইত্যাদি গুণে গুণান্বিত ছিলেন। যেসময়ে তিনি তার প্রতিভাকে বেশি করে ঢেলে দিতে পারতেন ঠিক সেসময়ই মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেলেন।
বক্তারা আরও বলেন, তরুণ সব্যসাচী লেখক আহমদ বাসির অর্থকষ্টে থেকেও বিরামহীনভাবে সাহিত্য-সংস্কৃতি আন্দোলন করে গেছেন। রেখে গেছেন হাজারো তরুণদের মাঝে স্বপ্নের ডালি। অধিকাংশ বক্তারা ক্ষণজন্মা এই কবির রেখে যাওয়া অসমাপ্ত কাজকে সমাপ্ত করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি তার এতিম পরিবারবর্গের পাশে থাকার আহ্বান জানান। দোয়া পরিচালনা করেন বিসিএ চেয়ারম্যান শরীফ বায়জীদ মাহমুদ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন কালচারাল একাডেমির সহ-সভাপতি সবুজ চৌধুরী, সহ-সেক্রেটারি তাসবীর লসকর, গীতিকার তাফাজ্জল হোসেন খান, সাহিত্য সম্পাদক কবি আমিনুল ইসলাম, প্রচার সম্পাদক ইবরাহিম বাহারী, সাংস্কৃতিক সম্পাদক হাসানাত আব্দুল কাদের, অর্থসম্পাদক মাহফুজ চঞ্চল, চিত্রশিল্পী ইব্রাহিম মণ্ডল, মোলাকাত সম্পাদক কবি আফসার নিজাম, গীতিকার নাঈম আল ইসলাম মাহিন, বিপরীত উচ্চারণের সেক্রেটারি তাজ ইসলাম, সসাস নির্বাহী পরিচালক আব্দুল আলীমসহ ৭০ জনেরও বেশি কবি সাহিত্যিক।
উল্লেখ্য, গত ১৮ নভেম্বর ২০২০ বুধবার রাত ১০টার দিকে মাত্র ৪০ বছর বয়সে কবি আহমদ বাসির হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। প্রেসবিজ্ঞপ্তি