ঘোড়াশাল পৌরসভার মেয়র আলহাজ্ব মো: শরীফুল হক বলেছেন, খেলাধুলা মানুষের শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক ভূমিকা পালন করে। মাদক-সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে আগামী প্রজন্মকে রক্ষা করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তিনি আরও বলেন, খেলাধুলা পড়ালেখারই উপাদান। খেলাধুলা শিক্ষার্থীদেরকে আনন্দ দেয়। এতে মন ভাল থাকে-দেহ সুস্থ থাকে। কাজেই পড়ালেখার ফাঁকে ফাঁকে খেলাধুলা একান্ত প্রয়োজন। বুধবার (২৫ নভেম্বর) বিকেলে পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভার ৪নং ওয়ার্ডে বাগপাড়া বেস্ট ইলেভেন ফুটবল টূর্ণামেন্টে ফাইনাল খেলায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, কাউন্সিলর মো: শহীদুল ইসলাম রুমেল, ওয়ার্ড আ.লীগের সভাপতি আকরাম হোসেন লিটন, এমরান সরকার সিজন ও নিয়াজ মাহমুদ প্রমুখ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি খেলায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।