মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৩:৪৫ অপরাহ্ন

রূপগঞ্জে নবনির্বাচিত দুই ইউপি চেয়ারম্যানকে সংবর্ধনা

নারায়ণগঞ্জ প্রতিনিধি :
  • আপডেট সময় সোমবার, ৩০ নভেম্বর, ২০২০

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর ও রূপগঞ্জ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ছালাউদ্দিন ভুঁইয়াকে সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় পূর্বাচল উপশহরের পশি এলাকার সমাজসেবক মোবারক হোসেনের উদ্যোগে এ সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দাউদপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা খায়রুল আলম নয়ন। সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য ও রংধনু গ্রুপের পরিচালক মিজানুর রহমান, কেন্দ্রিয় হকার্সলীগের সাবেক যুগ্ম সম্পাদক কামাল হোসেন কমল, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি হাফিজুর রহমান সজিব, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাছুম চৌধুরী অপু, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশিকুল ইসলাম খোকন, রূপগঞ্জ উপজেলা যুবলীগ নেতা আব্দুর রউফ মালুম, মনিরুজ্জামান ভুঁইয়া, রূপগঞ্জ ইউপি সদস্য আব্দুল্যাহ আল মামুন দোলন, আলমগীর হোসেন প্রমুখ। পরে ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ছালাউদ্দিন ভুঁইয়া ও নুরুল ইসলাম জাহাঙ্গীর মাস্টারের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com