মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনাম ::
মাইলস্টোন কলেজে তিন দিনব্যাপী বিজ্ঞান মেলা শহীদরা ন্যায়বিচার পেয়েছেন: অ্যাটর্নি জেনারেল নির্বাচন ভণ্ডুল করতে কিছু মহল উঠে পড়ে লেগেছে: সালাহউদ্দিন আহমেদ ব্যাংক লুটের টাকায় ককটেল কিনে পতিত ফ্যসিস্স্টরা নাশকতা চালানো হচ্ছে: রিজভী জকসু নির্বাচন: ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেল ঘোষণা শেখ হাসিনাসহ জয় ও পুতুলের দুর্নীতির দুই মামলার সাক্ষ্য গ্রহণ সমাপ্ত পল্লী সঞ্চয় ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির তৃতীয় সভা গ্রহণযোগ্য নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা প্রয়োজন : সিইসি এবারের নির্বাচন দেশ রক্ষার নির্বাচন : প্রধান উপদেষ্টা আসাদুজ্জামান খাঁন কামালের মৃত্যুদণ্ড

জনমানুষের প্রাণপ্রিয় নেতা আলহাজ্ব হাফিজ ইব্রাহিম

ইকবাল হোসেন:
  • আপডেট সময় সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

ভোলা-২ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন

বিএনপি’ জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম। তিনি ভোলার গর্ব ও জনমানুষের প্রাণপ্রিয় নেতা। আলহাজ্ব হাফিজ ইব্রাহিম আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-২ আসনে দলীয় দলীয় মনোনয়ন পেয়েছেন।
ভোলার রাজনীতিতে আলহাজ্ব হাফিজ ইব্রাহিম সাহেব এক উজ্জ্বল নাম, যিনি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তাঁর সততা, মানবিকতা ও জনসেবার মাধ্যমে। তিনি ভোলার গণমানুষের নেতা, সাবেক সংসদ সদস্য, এবং এক দূরদর্শী রাজনীতিবিদ, যাঁর রাজনীতির মূল ভিত্তি ছিল ক্ষমতা নয় — বরং জনগণের নিঃস্বার্থ সেবা।
উন্নয়ন ও জনকল্যাণে নিবেদিত জীবন:
ভোলা-০২ আসনের সংসদ সদস্য থাকাকালে আলহাজ্ব হাফিজ ইব্রাহিম সততা, নিষ্ঠা ও অঙ্গীকারের সঙ্গে কাজ করেছেন ভোলার সার্বিক উন্নয়নে।
অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগসহ প্রতিটি ক্ষেত্রে তিনি রেখে গেছেন সাফল্যের স্বাক্ষর।
গ্রামের মাটিতে বিদ্যালয় গড়ে তোলা থেকে শুরু করে অসহায় মানুষের মুখে হাসি ফোটানো — প্রতিটি কর্মকা-ে ছিল তাঁর আন্তরিকতা ও মানবিক ছোঁয়া
জনগণের পাশে, প্রতিটি মুহূর্তে:
তিনি রাজনীতি করতেন না ক্ষমতা বা পদমর্যাদার জন্য, বরং মানুষের পাশে দাঁড়ানোর আনন্দের জন্য।
কোনো অসহায় পরিবার বিপদে পড়লে, কোনো শিক্ষার্থী যদি সহযোগিতা চাইতো — তিনি অভিভাবকের মতো পাশে দাঁড়াতেন।
ভোলার মানুষ জানে, “হাফিজ ইব্রাহিম” মানে একজন ভরসার নাম, একজন আশ্রয়ের প্রতীক।
ব্যক্তিত্ব ও মূল্যবোধ:
আলহাজ্ব হাফিজ ইব্রাহিম ছিলেন বিনয়ী, সদালাপী ও ভদ্রচরিত্রের মানুষ।
তাঁর কথায় ছিল সৌজন্য, আচরণে ছিল মানবিকতা, আর জীবনে ছিল নৈতিক দৃঢ়তা।
তিনি বিশ্বাস করতেন “রাজনীতি মানে মানুষের কল্যাণ, ক্ষমতার প্রদর্শন নয়।”
নেতৃত্ব ও দূরদৃষ্টি:
তিনি ছিলেন এক দৃঢ়চেতা নেতা, যিনি সর্বদা দেশের অগ্রগতি, ভোলার উন্নয়ন এবং তরুণ প্রজন্মের নেতৃত্ব বিকাশে গুরুত্ব দিয়েছেন। তাঁর নেতৃত্বে অনেক তরুণ সমাজসেবামূলক কাজে এগিয়ে এসেছে, যা আজও চলমান।
ব্যক্তিজীবনের মর্যাদা ও সুনাম:
আলহাজ্ব হাফিজ ইব্রাহিম সাহেবের ব্যক্তিত্ব ছিল বিনয়ী, ভদ্র ও সদালাপী।
তিনি সবার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ করতেন, ধর্মীয় মূল্যবোধ ও নৈতিকতার প্রতীক হিসেবে নিজেকে গড়ে তুলেছিলেন।
তাঁর মতো নেতা বিরল — যিনি রাজনীতিতে থেকেও মানবিকতার ছাপ রেখে যান।
শেষকথা:
আলহাজ্ব হাফিজ ইব্রাহিম শুধু একজন সাবেক সংসদ সদস্য নন
তিনি ভোলার মানুষের হৃদয়ে স্থায়ীভাবে জায়গা করে নেওয়া এক আলোকিত ব্যক্তিত্ব। তাঁর সততা, দূরদৃষ্টি ও জনসেবার উদাহরণ ভবিষ্যৎ প্রজন্মের কাছে অনুকরণীয় হয়ে থাকবে। ভোলার মানুষ আজও শ্রদ্ধা ও ভালোবাসায় উচ্চারণ করে “আলহাজ্ব হাফিজ ইব্রাহিম – আমাদের প্রিয় নেতা।”




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com