বাগেরহাটের চিতলমারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড(কাল্ব) এর ৫ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল (৩১ ডিসেম্বর) দিনব্যাপি উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় চিতলমারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর চেয়ারম্যান এস এম ইদ্রিসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাল্ব এর কেন্দ্রীয় চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জোনাস ঢাকী। বিশেষ অতিথি ছিলেন মোসা ঃ ফাহমিদা সুলতানা সীমা, ভাইস চেয়ারম্যান কাল্ব, মিঃ আলপ্রেড রায়, সেক্রেটারী কাল্ব, এম জয়নাল আবেদীন ট্রেজারার কাল্ব, মোঃ আরিফ হাসান, ডিরেক্টর গ অঞ্চল কালব, মোল্লা সাইফুল ইসলাম, উপজেলা সমবায় অফিসার চিতলমারী, এস, এম, ইদ্রিস, জেলা ব্যবস্থাপক কাল্ব, মিসেস খুরশিদা রহমান জুই, চেয়ারম্যান কালব ক্লাস্টার কমিটি বাগেরহাট, সেখ সরোয়ার হোসেন, সেক্রেটারী, কালব ক্লাস্টার কমিটি বাগেরহাটসহ অনেকে।অন্যান্যদের মধ্যে ছিলেন চিতলমারী কালব এর সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান, সম্পাদক মোঃ গোলাম ফারুক বুলু, কোষাধ্যক্ষ সঞ্জিত কুমার মন্ডল, বোর্ড সদস্য মোঃ ইব্রাহিম ফকির, ঋনদান কমিটির ডিরেক্টর রতন কুমার গোলদার প্রমুখ। অনুষ্ঠানের প্রথম অধিবেশনে অনুষ্ঠানের সভাপতি এস এম ইদ্রিসুর রহমান তার স্বাগত ভাষনে ৫ম,সাধারন সভার উদ্বোধন ঘোষনা করেন। এসময় বিগত বার্ষিক সাধারণ সভার কার্যবিবরনী পাঠ করেন কালব এর সাধারন সম্পাদক গোলাম ফারুক বুলু। এবং আয় ব্যায় বাজেট উপস্থাপন করেন সঞ্জিত কুমার মন্ডল। দ্বিতিয় অধিবেশনে ব্যবস্থাপনা কমিটির প্রতিদ্বন্দি না থাকায় উক্ত কমিটিকে তিন বছর মেয়াদ করে নতুন কমিটি ঘোষনা করেন, চিতলমারী উপজেলা সমবায় অফিসার মোল্লা সাইফুল ইসলাম। কমিটির সভাপতি নির্বাচিত হন এসএম ইদ্রিসুর রহমান,সাধারন সম্পাদক নির্বাচিত হন গোলাম ফারুক বুলু। অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন উপজেলা কালব্ এর ব্যবস্থাপক মুকুল হালদার।