শুক্রবার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪২তম প্রতিষ্ঠা বাষির্কী উপলক্ষে বগুড়ার সান্তাহার ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে প্রতিষ্ঠা বাষির্কী উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান, কেকে কাটা, দোয়া মাহফিল, মিষ্টি বিতরন ও আলোচানা সভা অনুষ্ঠিত হয়। সান্তাহার ইউনিয়নের কেল্লাপাড়া গ্রামে ছাত্রদলের কার্য্যালয়ে সান্তাহার ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক হাসিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিষ্ঠা বাষির্কী আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ৯০ দশকের তুখোর ছাত্রনেতা, আদমদীঘি থানা যুবদলের সাবেক সভাপতি ও থানা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মাহফুজুল হক টিকন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সান্তাহার ইউনিয়ন বিএনপির আহবায়ক মিজানুর রহমান তালুকদার জুয়েল, যুগ্ন আহবায়ক তাজ উদ্দিন আহম্মেদ, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, যুবদল নেতা রুবেল হোসেন, আবুল বাশার, পৌর যুবদলের নেতা মানিক হোসেন, সাবেক ছাত্রদল নেতা কামরান হোসেন, আদমদীঘি উপজেলা ছাত্রদলের নেতা মহিবুল ইসলাম সাকিব, বাপ্পী হাসান, ছাত্রদল নেতা আব্দুল রউফ, মিলন হোসেন, রুহুল আলী আফসান, নয়ন হোসেন, আকাশ, জিসান প্রমুখ। আলোচনা শেষে কেকে কাটা, দোয়া মাহফিল ও মিষ্টি বিতরন করা হয়।