রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৯:৪২ পূর্বাহ্ন

রায়গঞ্জ উপজেলা প্রশাসনের শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রদীপ কুমার ভৌমিক রায়গঞ্জ :
  • আপডেট সময় মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০২১

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা প্রশাসন গ্রাম পাঙ্গাসী বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ১ একর ৩০শতক সরকারি সম্পত্তি উদ্ধার করেছে। রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাজিবুল আলম, উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুবীর কুমার দাশ দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার জাকির হোসেন জানান, উপজেলার গ্রামপাঙ্গাসী হাটের সরকারি সম্পত্তি স্থানীয় প্রভাবশালীরা অবৈধ স্থাপনা নির্মাণ করে ব্যবসা বাণিজ্য পরিচালনা করে আসছিলেন। কিন্তু বর্তমান হাট ইজারাদারদের অভিযোগের ভিত্তিতে ও উপজেলা প্রশাসনের নির্দেশনায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। বেলা ১২টা থেকে ৫টা পর্যন্ত ২টি এস্কিউভিউটার(বেকু) মেশিন দ্বারা ৫ ঘন্টায় প্রায় শতাধিক অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান গুড়িয়ে দেওয়া হয়। উচ্ছেদ অভিযানে রায়গঞ্জ থানা পুলিশ ও গ্রাম পুলিশ সার্বিক সহযোগিতা প্রদান করে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com