বাংলাদেশ মানবাধিকার কমিশনের ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ১০ জানুয়ারী বাংলাদেশ মানবাধিকার কমিশন ঘোড়াঘাট পৌর শাখার আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি ও ঘোড়াঘাট আর.সি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে কেক কেটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালিটি ঘোড়াঘাট কেন্ত্রীয় শহীদ মিনার চত্বর থেকে থানা সংলগ্ন শেষ হয়। পরে বাংলাদেশ মানবাধিকার কমিশন ঘোড়াঘাট পৌর শাখার কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মানবাধিকার কমিশন ঘোড়াঘাট পৌর শাখার সভাপতি মোখলেছুর রহমান সওদাগর।বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ঘোড়াঘাট থানা অফিসার ইনর্চাজ আজিম উদ্দিন ও ওসি (তদন্ত) মমিনুল ইসলাম। মোখলেছুর রহমান বলেন, মানবাধিকার লঙ্গন হলে সেখানে আমরা উপস্থিত হবেন। যেখানে অন্যায় সেখানে মানবাধিকার কর্মীরা চলে যায়। অন্যায়ের বিপক্ষে মানবাধিকার কর্মীরা রুখে দাঁড়ায়। স¤প্রতি শিশু ধর্ষণ, সাংবাদিক নির্যাতন হলে মানবাধিকার কমিশন তাদের পাশে দাঁড়িয়েছে। এ সময় বাংলাদেশ মানবাধিকার কমিশন ঘোড়াঘাট পৌর শাখার শাহিনুর চৌধুরী,আনোয়ার হোসেন, কাজী নাসির, সাইফুর রহমান, আবু বক্কর সিদ্দিক ,শাহ আলম, ইদ্রিস আলী, ছাইফুল ইসলাম, রাফছানজানী শুভ, আয়শা সিদ্দিকা, ওবাইদুল হক সহ অনেকেই উপস্থিত ছিলেন।