সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০২:১২ অপরাহ্ন

রেশমের ঐতিহ্য ফিরিয়ে আনতে তাঁতীদের সহায়তা করা হবে -বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
  • আপডেট সময় মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০২১

বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম গাজী দস্তগীর এমপি বলেছেন, চাঁপাইনবাবগঞ্জের রেশমের ঐতিহ্য ফিরিয়ে আনতে তাঁতীদের সহায়তাসহ সকল সমস্যার সমাধান করা হবে। এছাড়া তারা যেন আবারও রেশম কাপড়ের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে পারে সেজন্য ঋণের ব্যবস্থাসহ কারিগরি সহায়তা দেয়া হবে। সোমবার সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের লাহারপুর তাঁতীপাড়ায় ত্বাতী, রিলার ও বসনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। রেশম বোর্ডের মহাপরিচালক আব্দুল হাকিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,তাঁতী বোর্ডের সদস্য ফজলে হোসেন বাদশা এমপি, সচিব লোকমান হোসেন, চেয়ারম্যান শাহ্ আলম, যুগ্ম সচিব মোঃ অলিউল্লাহ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মোঃ মজ্ঞুরুল হাফিজ প্রমূখ। এসময় সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল ওদুদ, পুলিশ সুপার এইচএম আব্দুর রকিবসহ অন্যরা উপস্থিত ছিলেন। জামায়াত-বিএনপি আমলে চাঁপাইনবাবগঞ্জের রেশম শিল্পের ধ্বস নামতে শুরু করে একজন তাঁতীর এমন বক্তব্যের পরিপ্রেক্ষেতে সাংবাদিকরা মন্ত্রীর মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, আওয়ামী লীগ সরকার মানুষের উন্নয়নে রাজনীতি করে তাই যেখানে মানুষের ভাগ্যের উন্নয়ন হবে সরকার সেখানেই কাজ করবে। সুতরায় রেশম চাষ ও কাপড়ের ঐতিহ্য ফিরিয়ে আনতে তাঁতীদের সবার্ত্মক সহায়তা প্রদান করা হবে। পরে বস্ত্র ও পাট মন্ত্রী হরিনগর রেশম কারখানা পরিদর্শন ও তাঁতীদের সাথে মতবিনিময় করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com