শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০২:৫৫ অপরাহ্ন

জাতীয় রির্জাভ বৃদ্ধিতে অন্যতম অবদান প্রবাসীরা-এসপি জাকারিয়া রহমান

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০২১

চট্টগ্রাম জেলা পুলিশ সাতকানিয়া সার্কেল এর নবনিযুক্ত অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমান বলেছেন, দেশের উন্নয়নে প্রবাসী দের ভুমিকা অনস্বীকার্য, জাতীয় রির্জাভ বৃদ্ধির অন্যতম অবদান রেমিট্যান্স যোদ্ধাদের। প্রবাসীর যেকোনো সমস্যায় বাংলাদেশ পুলিশ কে সবসময় পাশে পাবেন। সমাজের নিম্নবিত্ত, নিপিড়ীত অসহায় মানুষ পাশেই পুলিশ। আপনাদের ট্যাক্সের টাকায় আমার বেতন দেওয়া হয়। সেবা পাওয়া আপনার অধিকার, সেবা দেওয়ায় আমার দায়িত্ব ও কর্তব্য। আমরা একে অপরের পরিপূরক, প্রবাসী দের সমস্যা সমাধানে সাধ্য মতো চেষ্টা করে যাচ্ছি। চট্টগ্রাম প্রবাসী ক্লাব ও ডায়মন্ড প্রবাসী গ্রুপের যৌথ উদ্যোগে ১৩জানুয়ারী বুধবার বিকাল ৪টায় ইকরা আব্দুল জব্বার উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অসহায় দের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি উপরোক্ত কথা বলেন। ডায়মন্ড প্রবাসী গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ফারুকের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম প্রবাসী ক্লাব প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার এম এ হেলাল সিআইপি। বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদ, সোস্যাল ইসলামি ব্যাংক লোহাগড়া শাখার ইনচার্জ মোহাম্মদ হাফিজুর রহমান, বাংলাদেশ মানবাধিকার কমিশনের সভাপতি অধ্যাপক হামিদুর রহমান,দক্ষিণ গোলাম বারী সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমশুল আলম, সামাজিক ব্যাধি প্রতিরোধ ফোরামের সাধারণ সম্পাদক প্রভাষক ইব্রাহিম খলিল, সমাজসেবক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন মানিক, ভদন্ত তাপস জ্যােতি ভিক্ষু, ডায়মন্ড প্রবাসী গ্রুপের ভাইস চেয়ারম্যান আব্দুল শুক্কুর, ক্যাশিয়ার আবদুল আজিজ, সামরাজ ট্রাভেল এন্ড ট্যাুরসের এমডি এম এ ছিদ্দিক, চট্টগ্রাম প্রবাসী ক্লাব এর অনুষ্ঠান ম্যানেজমেন্ট মহি উদ্দিন চৌধুরী, সমাজসেবক মহিবুৃল ইসলাম, চট্রগ্রাম প্রবাসী ক্লাব লোহাগাড়া প্রতিনিধি জনাব মোহাম্মদ জসীম উদ্দিন, সহ ক্যাশিয়ার মোহাম্মদ জাকারিয়া ও সদস্য মোহাম্মদ তারেক, ছাত্র নেতা মোহাম্মদ আনাস। অনুষ্ঠান পরিচালনা করেন ডায়মন্ড প্রবাসী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোহাম্মদ আব্বাস উদ্দিন ও শিল্পী খলিল উল্লাহ সোহাগ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com