শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৩:০৯ অপরাহ্ন

সীতাকুণ্ডে ৩৫০ জন প্রতিবন্ধী পেলো লায়ন্স ক্লাব সীতাকুণ্ড ও অগ্রণীর উপহার

এম কে মনির সীতাকুণ্ড :
  • আপডেট সময় শনিবার, ১৬ জানুয়ারী, ২০২১

সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর থেকে সলিমপুর ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মোট ৩৫০ জন প্রতিবন্ধী ব্যক্তিকে কম্বল উপহার প্রদান করা হয়েছে। সবার উপরে মানবতা এর সফল বাস্তবায়নে শীতবস্ত্র বিতরণ-২০২১ এর আওতায় ১৬ জানুয়ারি শনিবার সীতাকুণ্ড পৌরসদরস্থ রেল গেইট সংলগ্ন ইপসা কার্যালয়ে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়। লিও ক্লাব অব চিটাগং সীতাকুণ্ড ও অগ্রণীর উদ্যোগে ও স্থায়ীত্বশীল উন্নয়নের জন্য সংগঠন ইপসা’র সহযোগিতায় অনুষ্ঠিত কর্মসূচীতে প্রধান অতিথি ছিলেন লায়ন জেলা ৩১৫ বি৪ এর দ্বিতীয় ভাইস গভর্ণর লায়ন শেখ শামসুদ্দিন আহমেদ সিদ্দিকী, এমজেএফ।বিশেষ অতিথি ছিলেন লায়ন জেলা ৩১৫বি৪ এর রিজিয়ন চেয়ারপার্সন লায়ন মীর্জা কাজী আলী আকবর খোকন, সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী, সহ সাধারণ সম্পাদক নাছির উদ্দীন অনিক, লায়ন্স ক্লাব রিজিওন ডিস্ট্রিক্ট চেয়ারপার্সন লায়ন কাজী আলী আকবর জাসেদ। অনুষ্ঠানে লায়ন্স ক্লাব সীতাকুণ্ডের সভাপতি লায়ন গিয়াস উদ্দিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লায়ন ইঞ্জিনিয়ার কামরুদ্দোজার সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব সীতাকুএম কে মনির সীতাকুণ্ড এর সহ সভাপতি লায়ন নাছির উদ্দীন মানিক, সহ সভাপতি লায়ন কামাল উদ্দিন ভূইয়্যা, সহ সভাপতি লায়ন বেলাল হোসেন, ভাত…সংঘ ক্লাবের সভাপতি অধ্যাপক নুরুল গণি, লায়ন জিয়াউদ্দিন বাবলু, ইপসা’র পিও জেসমিন আক্তার, পিসি বিলাস স্বরুপ বড়ুয়া, রুজিনা আক্তার।আরো উপস্থিত ছিলেন লিও ক্লাব জোন ডিরেক্টর লিও আরাফাত এলাহী, সীতাকুণ্ড লিও ক্লাবের সভাপতি লিও সালাউদ্দিন চৌধুরী, লিও ক্লাব লিবার্টি’র সভাপতি জিল্লুর রহমান শিবলী, জয়েন্ট সেক্রেটারি সাংবাদিক এম কে মনির, লিও ক্লাব সীতাকুণ্ডের সহ সভাপতি জিয়াউল হক আরিফ, ডিডিএফ প্রধান নির্বাহী ইলিয়াস ভূইয়্যা, লিও জুয়েল, লিও বক্তিয়ার প্রমূখ। এসময় লায়ন নেতৃবৃন্দ বলেন, লায়ন্স ক্লাব সবসময় আত্ম মানবতার সেবায় নিয়োজিত। সারা পৃথিবীতে একযোগে লায়ন্স ক্লাব অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়াচ্ছে। ভবিষ্যতেও লায়ন্সের সেবা ক্রমধারায় অব্যাহত থাকবে। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সাড়ে তিনশ প্রতিবন্ধী নারী, পুরুষ ও শিশুদের মাঝে কম্বল বিতরণ করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com