শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৬:১৯ অপরাহ্ন

২০৪১ সালের মধ্যে বাংলাদেশ একটি উন্নত দেশে পরিণত হবে -এ্যাড, বলরাম পোদ্দার

গৌরনদী প্রতিনিধি :
  • আপডেট সময় রবিবার, ১৭ জানুয়ারী, ২০২১

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রধান মন্ত্রী দেশরত্ম শেখ হাসিনার নির্দেশে বরিশাল জেলার গৌরনদীর খাঞ্জাপুর ইউনিয়নে নবদ্বীপ পোদ্দার ফাউন্ডেশনের উদ্যোগে সামাজিক দুরত্ব বজায় রেখে ১ হাজার দুস্থ ও অসহায় শীতার্তদের মাঝে উন্নত মানের কম্বল বিতরণ করা হয়। গতকাল নবদ্বীপ পোদ্দার ফাউন্ডেশনের সভাপতি বিলকিস আক্তারের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক এ্যাড, বলরাম পোদ্দার। এসময় প্রধান অতিথি এ্যাড, বলরাম পোদ্দার বলেন আমরা বিশ্বাস করি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবেই কেউ আমাদের আটকাতে পারবেনা। তিনি আরো বলেন বাংলাদেশকে নিয়ে আমরা স্বপ্ন দেখি, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ একটি উন্নত দেশে পরিনত হবে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন বিশ্ব মানবতার বাতিঘর। বিশ্বের নির্যাতিত ও নিপীড়িত মানুষের নেতা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী নেতৃত্বে দেশ এখন উন্নয়নের মহাসড়ক পরিনত হয়েছে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা আওয়ামীলীগ নেতা অহিদ মিয়া, দীলিপ কুমার দাস, বিশিষ্ট সমাজ সেবক বিল্টু রঞ্জন সাহা, আশিষ দাস, সুমন চন্দ্র মালো ও স্থানীয় নেতৃবৃন্দ। শেষে অতিথিরা ১ হাজার দুস্থ ও অসহায় শীতার্তদের মাঝে উন্নত মানের কম্বল বিতরণ করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com