প্রায় একবছর সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে বাহিরে থাকার পর বুধবার বাংলাদেশ ও ইন্ডিজের সাথে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে সফরকারীদের অতি সহজেই ৬ উইকেটে পরাজিত করতে সক্ষম হয় টাইগাররা। প্রথমে বোলিং করে সফরকারীদের ৩২.২ ওভারেই সব কয়টি উইকেট তুল নিয়ে মাত্র ১২২ রান করার সুযোগ দেয় সাবিক, মাহমুদুল হাসান ও মুস্তাফিজরা। সাকিব তার চিরাচরিত নিয়মেই সর্বচ্চো তুলে নেন ৪ উইকেট, মুস্তাফিজ ২ ও নবাগত মাহমুদুল হাসান নেন দুই উইকেট ১টি মেহেদী হাসান। ১২৩ রানের জয়ের টার্গেটে নেমে বাংলাদেশর ওপেনিং ঝুটি তামিম ইকবাল ও লিটন দাশ ভালোই খেলছিলেন। দলীয় ৪৭ রানের মাথায় লিটন দাশ ব্যক্তিগত ৩৮ বল খেলে ১৪ রান করে আউট হয়ে প্যাভিলিয়ানে ফিরে যান। শান্ত নেমে দলীয় ৫৭ রানের মাথায় ব্যক্তিগত ৯ বল খেলে ১ রান করে আউট হয়ে যায়। দুটি উইকেটই নেন একেয়াল হোসেন। এরপর তামিমের সঙ্গে যোগ দেন সাকিব। প্রায় হাফ সেঞ্চুরির কাছাকাছি গিয়ে ৬৯ বল খেলে ৪৪ রান করে জেসন মোহাম্মাদের বলে আউট হয়ে যান তামিম ইকবাল। যার মধ্যে ছিলো সাতটি চারের মার। এরপর সাকিবের সাথে যোগ দেন মুশফিকুর রহিম। দলীয় ১০৫ রানের মাথায় ব্যক্তিগত ৪৩ বল খেলে ১৯ রান করে একুয়াল হোসেনের বলে আউট হয়ে যান সাকিব। মুশফিকের সাথে যোগ দেন তারই ভায়রা ভাই মাহমুদউল্লাহ রিয়াদ। রহিম ৩২ বলে করে ১৯ এবং রিয়াদ ১৬ বলে ৯ রান করে দলের জয় নিশ্চিত করে মাঠ ছারেন তারা। ম্যান অফদা ম্যাচ নির্বাচিত হন সাকিব আল হাসান।