বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আমরা যারা বিরোধী রাজনীতি করি, আমরা রাতে ঘুমাতে পারি না। আমাদের অবস্থা জলে কুমির ডাঙ্গায় বাঘের মতো। তারপরও আমরা বিভিন্ন দুর্যোগে মানুষের পাশে দাঁড়াই। ভারত, পাকিস্তান, মালদ্বীপ, নেপাল,শ্রীলঙ্কার মধ্যে বেকারত্বে হার বাংলাদেশেই সবচেয়ে বেশি। উন্নয়ন তো হবে মানুষের কর্মসংস্থানের জন্য। সরকার দু-একটা ফ্লাইওভার দেখিয়ে উন্নয়ন দেখাচ্ছেন। কিন্তু আপনারা জানেন, আজকে যে শিশু জন্মলাভ করছে তার ২৩ হাজার টাকার উপরে ঋণ নিয়ে সে জন্মগ্রহণ করছে। গতকাল শনিবার সকালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৫তম জন্ম বার্ষিকী উপলক্ষে গাজীপুর মহানগরের সালনা ইসলামিয়া ফাজিল মাদরাসা মাঠে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। গাজীপুর মহানগর বিএনপি’র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিনের সভাপতিত্বে মহানগর বিএনপি যুগ্ন সম্পাদক কাউন্সিলর তানবীর আহমেদের সঞ্চালনায় মহানগর বিএনপি নেতা মঞ্জুরুল করিম রনি উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন তিনি। রুহুল কবির রিজভী বলেন, দেশের বিএনপি’র নেতাকর্মীরা আজ নির্যাতিত-উপেক্ষিত। সভায় উপস্থিত কারো ৩০-৪০, কারো ১ শ থেকে দেড় শ মামলা নিয়ে কেউ কারাগারে যাচ্ছেন, এমনকি কেউ দু-এক দিন আগে কারাগার থেকে মুক্তি পেয়েছেন। আমরা যারা শহীদ জিয়ার আদর্শের কথা বলি, দেশনেত্রী খালেদা জিয়া নেতৃত্বের প্রতি আস্থাশীল, যারা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বকে অনুসরণ করছি, আমাদের দিন এবং রাত কাটছে এক রকম ভয়াবহতায়। তবুও বিএনপি নেতাকর্মীরা জনগণের দুঃখে কষ্টে তাদের পাশে আছে। তিনি আরো বলেন, আর হঠাৎ করে একটি টেলিভিশনের সংবাদে দেখলাম বাংলাদেশ ব্যাংকের রাজস্ব থেকে ১ লাখ ৬২ হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে, তারপর সরকারের পক্ষ থেকে মিডিয়ার উপর চাপ প্রয়োগ করে ওই সংবাদটি বন্ধ করে দেয়া হয়েছে। এই ঘটনাটি প্রচার করলে সরকারের রুই, কাতলা, মৃগেল সব বেরিয়ে পড়বে। এই কারণে গোয়েন্দারা চাপ দিয়ে সংবাদটির প্রচার বন্ধ করে দিয়েছেন। যতটুকু প্রচার হয়েছে তাতেই বোঝা গেছে থলের বিড়ালটি কী অবস্থায় রয়েছে। এই তথাকথিত উন্নয়নের নামে লোপাট করেছে, দিনের ভোট রাত্রে করেছেন, ভোটারদের ভোট দিতে দেননি। আপনারা উন্নয়নের কথা বলছেন, এই উন্নয়নের টাকা জনগণের কাছে যায়নি, গেছে আপনাদের স¤্রাট, আপনাদের খালেদ-শামীম, আপনাদের মন্ত্রীর কাছে, এমপির কাছে। তারা এই উন্নয়নের টাকা লোপাট করে মালয়েশিয়া, কানাডায় বাড়ি বানিয়েছেন। জনগণ এই সরকারের কাছে কোনো উপকারই পায়নি। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, মহানগর বিএনপি’র সহসভাপতি মীর হালিমুজ্জামান ননী, সহসভাপতি মেহেদী হাসান এলিস, সাংগঠনিক সম্পাদক মোঃ জয়নাল আহমেদ তালুকদার, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট মিজানুর রহমান, গাজীপুর জেলা যুবদলের সাবেক সভাপতি এডভোকেট এমদাদ হোসেন খান, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বাট, যুবদল নেতা মাহমুদুল হাসান রাজু প্রমুখ।আমাদরে অবস্থা জলে কুমরি ডাঙ্গায় বাঘরে মতো-গাজীপুরে রুহুল কবরি রজিভী
এ কে এম রপিন আনসারী গাজীপুর
বএিনপরি সনিয়ির যুগ্ম মহাসচবি রুহুল কবরি রজিভী বলছেনে, আমরা যারা বরিোধী রাজনীতি কর,ি আমরা রাতে ঘুমাতে পারি না। আমাদরে অবস্থা জলে কুমরি ডাঙ্গায় বাঘরে মতো। তারপরও আমরা বভিন্নি র্দুযােগে মানুষরে পাশে দাঁড়াই। ভারত, পাকস্তিান, মালদ্বীপ, নপোল,শ্রীলঙ্কার মধ্যে বকোরত্বে হার বাংলাদশেইে সবচয়েে বশে।ি উন্নয়ন তো হবে মানুষরে র্কমসংস্থানরে জন্য। সরকার দু-একটা ফ্লাইওভার দখেয়িে উন্নয়ন দখোচ্ছনে। কন্তিু আপনারা জাননে, আজকে যে শশিু জন্মলাভ করছে তার ২৩ হাজার টাকার উপরে ঋণ নয়িে সে জন্মগ্রহণ করছ।ে গতকাল শনবিার সকালে শহীদ প্রসেডিন্টে জয়িাউর রহমানরে ৮৫তম জন্ম র্বাষকিী উপলক্ষে গাজীপুর মহানগররে সালনা ইসলাময়িা ফাজলি মাদরাসা মাঠে শীত বস্ত্র বতিরণ অনুষ্ঠানে তনিি এ কথা বলনে। গাজীপুর মহানগর বএিনপ’ির সহ-সভাপতি বীর মুক্তযিোদ্ধা নাজমি উদ্দনিরে সভাপতত্বিে মহানগর বএিনপি যুগ্ন সম্পাদক কাউন্সলির তানবীর আহমদেরে সঞ্চালনায় মহানগর বএিনপি নতো মঞ্জুরুল করমি রনি উদ্যোগে শীর্তাতদরে মাঝে শীতবস্ত্র বতিরণ করনে তনি।ি রুহুল কবরি রজিভী বলনে, দশেরে বএিনপ’ির নতোর্কমীরা আজ নর্যিাততি-উপক্ষেতি। সভায় উপস্থতি কারো ৩০-৪০, কারো ১ শ থকেে দড়ে শ মামলা নয়িে কউে কারাগারে যাচ্ছনে, এমনকি কউে দু-এক দনি আগে কারাগার থকেে মুক্তি পয়েছেনে। আমরা যারা শহীদ জয়িার আর্দশরে কথা বল,ি দশেনত্রেী খালদো জয়িা নতেৃত্বরে প্রতি আস্থাশীল, যারা দশেনায়ক তারকে রহমানরে নতেৃত্বকে অনুসরণ করছ,ি আমাদরে দনি এবং রাত কাটছে এক রকম ভয়াবহতায়। তবুও বএিনপি নতোর্কমীরা জনগণরে দুঃখে কষ্টে তাদরে পাশে আছ।ে তনিি আরো বলনে, আর হঠাৎ করে একটি টলেভিশিনরে সংবাদে দখেলাম বাংলাদশে ব্যাংকরে রাজস্ব থকেে ১ লাখ ৬২ হাজার কোটি টাকা পাচার হয়ে গছে,ে তারপর সরকাররে পক্ষ থকেে মডিয়িার উপর চাপ প্রয়োগ করে ওই সংবাদটি বন্ধ করে দয়ো হয়ছে।ে এই ঘটনাটি প্রচার করলে সরকাররে রুই, কাতলা, মৃগলে সব বরেয়িে পড়ব।ে এই কারণে গোয়ন্দোরা চাপ দয়িে সংবাদটরি প্রচার বন্ধ করে দয়িছেনে। যতটুকু প্রচার হয়ছেে তাতইে বোঝা গছেে থলরে বড়িালটি কী অবস্থায় রয়ছে।ে এই তথাকথতি উন্নয়নরে নামে লোপাট করছে,ে দনিরে ভোট রাত্রে করছেনে, ভোটারদরে ভোট দতিে দনেন।ি আপনারা উন্নয়নরে কথা বলছনে, এই উন্নয়নরে টাকা জনগণরে কাছে যায়ন,ি গছেে আপনাদরে স¤্রাট, আপনাদরে খালদে-শামীম, আপনাদরে মন্ত্রীর কাছ,ে এমপরি কাছ।ে তারা এই উন্নয়নরে টাকা লোপাট করে মালয়শেয়িা, কানাডায় বাড়ি বানয়িছেনে। জনগণ এই সরকাররে কাছে কোনো উপকারই পায়ন।ি শীতবস্ত্র বতিরণ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখনে, মহানগর বএিনপ’ির সহসভাপতি মীর হালমিুজ্জামান ননী, সহসভাপতি মহেদেী হাসান এলসি, সাংগঠনকি সম্পাদক মোঃ জয়নাল আহমদে তালুকদার, তথ্য ও গবষেণা বষিয়ক সম্পাদক এ্যাডভোকটে মজিানুর রহমান, গাজীপুর জলো যুবদলরে সাবকে সভাপতি এডভোকটে এমদাদ হোসনে খান, মহানগর যুবদলরে সাধারণ সম্পাদক জসমি উদ্দনি বাট, যুবদল নতো মাহমুদুল হাসান রাজু প্রমুখ।