বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
বিএনপি রাষ্ট্র ক্ষমতা পেলে মানুষের কল্যাণে কাজ করবে-মাফরুজা সুলতানা সুইজারল্যান্ডে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস হাফেজা আসমা খাতুনের ইন্তেকালে বাংলাদেশ কালচারাল একাডেমির শোক দেশের মেধাবী ও আদর্শবান লোকদেরকে দলে আনার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন: তারেক রহমান গোদাগাড়ীতে টমেটো চাষে ‘নীরব বিপ্লব’ ট্রাম্পের কাছে বাস্তববাদী পদক্ষেপ আশা করছে ইরান ভূমি উপদেষ্টা হলেন আলী ইমাম মজুমদার দিন-তারিখ ঠিক করে সংস্কার করা অন্তর্র্বতী সরকারের কাজ নয়:খন্দকার মোশাররফ রাজনীতিতে স্লোগান নয়, মেধা ও বুদ্ধির প্রতিযোগিতা চলছে: ফখরুল বুকে ব্যথা নিয়ে হাসপাতালে লুৎফুজ্জামান বাবর

হারাগাছ পৌর নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন বর্তমান মেয়র মোঃ হাকিবুর রহমান

আয়নাল হক স্টাফ রিপোটার রংপুর :
  • আপডেট সময় শনিবার, ৩০ জানুয়ারী, ২০২১

আগামী ২৮ ফেব্রুয়ারী ২০২১ইং পঞ্চম ধাপে ৩১টি পৌরসভার সাধারণ নির্বাচনের মধ্যে হারাগাছ পৌরসভার নির্বাচন হতে যাচ্ছে। রংপুরের হারাগাছ পৌরসভা নির্বাচনকে ঘিরে প্রার্থী ও সমর্থকদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এরই মধ্যে আওয়ামী লীগের নৌকা প্রতীকে ঢাকা কেন্দ্রীয় কমিটির চূড়ান্ত সিদ্ধান্ত ও দলের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গত শনিবার গণভবনে স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড বিকাল ৩ ঘটিকায় জনাব মোঃ হাকিবুর রহমান (মাষ্টার) কে দলীয় মনোনয়ন দিয়ে হারাগাছ পৌরসভা নির্বাচন-২০২১ইং এ মেয়র পদে অংশগ্রহন করার অনুমতি প্রদান করেন। বর্তমান মেয়র জনাব মোঃ হাকিবুর রহমান কাউনিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন। বর্তমানেও রংপুরের জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। মুঠোফোনে দৈনিক খবর পত্র স্টাফ রিপোরাট আয়নাক হক কে, বর্তমান মেয়র জনাব মোঃ হাকিবুর রহমান বলেন-জননেত্রী শেখ হাসিনা আমাকে যে দায়িত্ব অর্পণ করেছেন, আমি দলের প্রতি আস্থা রেখে জনগণকে সঙ্গে নিয়ে আমি পূনরায় মেয়র পদে হারাগাছ পৌরসভা নির্বাচন-২০২১ইং এ নির্বাচিত হয়ে জনগণের সেবা করার সুযোগ অর্জন করবো। বিগত পাঁচ বছরে আমি মেয়র থাকাকালীন সময়ে হারাগাছ পৌরসভার উন্নয়নমূলক অনেক কার্য সু-সম্পন্ন করেছি, যা আমার বর্তমান নির্বাচনকে উজ্জীবিত করে তুলবে বলে আমি আশাবাদী। উপজেলা নির্বাচন অফিস জানায়, আগামী২৮ ফেব্রুয়ারী হারাগাছ পৌরসভা নির্বাচন-২০২১ইং অনুষ্ঠিত হবে। এবার ভোট গ্রহন ইভিএমের মাধ্যমে করা হবে। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন জমা দেয়ার শেষ তারিখ ২ ফেব্রুয়ারী, প্রার্থিতা বাছাই ৪ ফেব্রুয়ারী, প্রার্থিতা প্রত্যাহার ১১ ফেব্রুয়ারী ও প্রতীক বরাদ্দ ১২ ফেব্রুয়ারী।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com