পঞ্চগড়ের বোদায় চলতি মৌসুমে গমের চাষ বৃদ্ধি পেয়েছে। চলতি মৌসুম সহ গত কয়েক বছর ধরে এ উপজেলায় গম চাষে আগ্রহী হয়ে উঠেছে কৃষকরা। চলতি মৌসুমে গম চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে চার হাজার হেক্টর। কিন্তু লক্ষ্যমাত্রার চেয়ে দ্বিগুণ জমিতে গম চাষ হয়েছে বলে উপজেলা কৃষি অফিস ও কৃষকদের সাথে কথা বলে জানা গেছে। উপজেলা ঘুরে গমের সবুজ ক্ষেত গুলো বাতাসে দোল খেতে দেখা যাচ্ছে। অনেক কৃষক গম ক্ষেতে সেচ দিচ্ছে। কৃষকদের সাথে কথা বলে জানা যায়, ধানের চেয়ে গম চাষে খরচ একটু কম। গমের ফলন ভালো হয় বাজারে ভালো দাম পাওয়া যায়। তাইতো এবার এ উপজেলার কৃষক বোরো ধানের চাষ কমিয়ে দিয়ে গমের চাষের দিকে ঝুকে পড়েছে। এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার আল মামুন অর রশিদ জানান, চলতি মৌসুমে গম চাষের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। উপজেলা কৃষি বিভাগ গম চাষে আগ্রহী করে গড়ে তুলার জন্য উচ্চ ফলনশীল গম ও সার কৃষকদের মাঝে বিনামুল্যে বিতরণ করেছে। আবহাওয়া অনুকুলে থাকায় গমের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।