ভোলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি জোট সভাপতিসহ ৮টি পদে জয়লাভ করেছেন। সাধারণ সম্পাদকসহ আওয়ামী আইনজীবী পরিষদ জিতেছেন ৫টি পদে। সকাল ১০টা ভোট গ্রহণ শুরু হয়ে চরে বিরতিহীনভাবে চলে ২টা পর্যন্ত। ১৭০ ভোটের মধ্যে ১৬৮ টি ভোট কাস্ট হয়। সভাপতি পদে ৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বিএনপির অ্যাড. মোঃ ফরিদুর রহমান তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী আইনজীবী পরিষদের অ্যাড. অতিন্দ্র লাল ব্যানার্জী ৭৫ ভোট পেয়ে পরাজিত হন। সাধারণ সম্পাদক পদে আওয়ামী আইনজীবী পরিষদের অ্যাড. মোঃ নুরুল আমীন নুরনবী ৯৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির অ্যাড. মোঃ রেজাউল করিম ফারুক পেয়েছেন ৭৩ টি। এছাড়া সহ-সভাপতি পদে বিএনপির অ্যাড. হাবিবুর রহমান বাচ্চু, অ্যাড. জাকির হোসেন মনু, সহ-সাধারণ সম্পাদক পদে অ্যাড. মোঃ ইফতারুল হাসান শরিফ, অর্থ-সম্পাদক অ্যাড. মোঃ ইলিয়াস সুমন, পাঠাগার সম্পাদক পদে অ্যাড. পলাশ চন্দ্র দাস, সদস্য পদে অ্যাড. মোঃ ছালাউদ্দিন আহমেদ প্রিন্স ও অ্যাড. মোঃ ইকবাল হোসেনসহ ৮টিতে নির্বাচিত হন বিএনপি জোট। এছাড়া সাধারণ সম্পাদক অ্যাড. মোঃ নুরুল আমিন নুরনবীসহ আওয়ামী আইনজীবী পরিষদে জয়লাভ করেন, সহ-সাধারণ সম্পাদক অ্যাড. মোঃ জাকির হোসেন রিপন, ধর্ম সম্পাদক অ্যাড. মোঃ মহিউদ্দিন হেলাল, পাঠাগার সম্পাদক অ্যাড. জান্নাতুল ফেরদৌস জুবলী চৌধুরী ও সদস্য পদে অ্যাড. মোঃ আবুল কাশেমসহ ৫টিতে জয়লাভ করেন। নির্বাচনে রিটার্নি অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন ল্যান্ডসার্ভে ট্রাইব্যুনালের বিচারক যুগ্ম জজ মোঃ শামসুদ্দিন। তাকে সহযোগিতা করেন, নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক এডভোকেট জুলফিকার আহমেদ আহমেদ, সদস্য এডভোকেট মফিজুল ইসলাম রাজু, এডভোকেট কৃষ্ণ পদ দে।