কুমিল্লা জেলার তিতাস উপজেলার ৩নং বলরামপুর ইউনিয়ন পরিষদ মাঠে স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে তিতাস উপজেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে বলরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, তিতাস উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কুমিল্লা উঃ জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্মআহবায়ক, নূর নবীর সভাপতিত্বে কর্মীসভা ও অসহায় এবং শীতার্তদের মাঝে শীত বস্ত্র, স্প্রে মেশিন, সেলাই মেশিন ও যুবকদের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবু নির্মল রন্জন গুহ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সেবা-শান্তি-প্রগতি হলো বাংলাদেশ স্বেচ্ছাসেবকলীগের মূল নিতী, এবার করোনা দূর্যোগে সারা দেশের হাজার হাজার স্বেচ্ছাসেকলীগ নেতা-কর্মী সেবার ব্রত নিয়ে জনগনের পাশে ছিলো। দুর্যোগ, বন্যা ও জনগনের নানান বিপদে কিভাবে সাহায্য সহযোগিতা করতে হয় দেশ রত্ম দেশ হাসিনা তা আমাদেরকে হাতে ধরে শিখিয়েছেন। মুক্তিযুদ্ধের চেতনার ও মাদকমুক্ত বাংলাদেশ গড়াই আমাদের ব্রত, কোন মাদকাশক্ত ও মাদক বিক্রেতার স্হান স্বেচ্ছাসেবকলীগে হবেনা। আর এখন তারুণ্যের দীপ্তে দেশ আলোকিত হচ্ছে তরুণরা নির্বাচনে দাঁড়ালেই জয় লাভ করে।অত্র ইউনিয়নের চেয়ারম্যানও একজন তরুন, অনেকেই দলের মনোনয়ন চাইতে পারে, আমি তিতাস আওয়ামীলীগ নেত্রিবৃন্দকে তরুন এই নেতার প্রতি দৃষ্টি রাখার আহবান জানাই। বিশেষ অতিথির বক্তিতায় কেন্দ্রীয় সহ সভপতি সালেহ মোহাম্মদ টুটুল বলেন, আমি এই এলাকারই সন্তান, এই এলাকায় স্বেচ্ছাসেবকলীগ করার মত লোক যখন খুজে পাওয়া যায়নি তখন নুর নবী এই এলাকায় স্বেচ্ছাসেবকলীগের হাল ধরে, আজ এখানে স্বেচ্ছাসেবকলীগ সু-সংগঠিত তা আজকের সভা দেখেই প্রমানিত হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কেদ্রীয় সহ সভাপতি সালেহ মোহাম্মদ টুটুল, কেন্দ্রীয় সহ সভাপতি ডাঃ আসাদুজ্জামান খান রিন্টু, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য মোঃ আবু তাহের, কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য এ্যাডভোকেট জাহিদুল আলম জাহিদ, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল সায়েম,বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কার্যনির্বাহী সদস্য ডাঃ রাজীব কুমার সাহা। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কুমিল্লা উত্তর জেলা শাখার আহ্বায়ক মোঃ মোছলেহ উদ্দিন মোছলেম, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কুমিল্লা উত্তর জেলা শাখার সদস্য সচিব ও মুরাদনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান ড.আহসানুল আলম সরকার কিশোর, যুগ্ম আহ্বায়ক কুমিল্লা উত্তর জেলা আবুল কাশেম ইটালী। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্হিত ছিলেন তিতাস উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. পারভেজ হোসেন সরকার, তিতাস উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো.মহসীন ভূঁইয়া, উপজেলা ভাইস-চেয়ারম্যান ফরহাদ আহমেদ ফকির, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, হোমনা উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক কায়সার আহমেদ বেপারী, কুমিল্লা উঃ জেলা স্বেচ্ছাসেবকলীগের কার্যকরী সদস্য আজহার খান, তিতাস উপজেলা ছাত্রলীগ সভাপতি তোফাজ্জল হোসেন সাদ্দাম, সাধারন সম্পাদক নজরুল ইসলাম প্রমূখ। উপজেলা স্বেচ্ছাসেবকলীগ যুগ্মআহবায়ক ডাঃ আঃ ছাত্তার ও ফারুক সরকারের সঞ্চালনায় উক্ত কর্মি সভায় ২০০ জন শীতার্ত জনগনের মাঝে কম্বল, ৫০জন কৃষকের মাঝে স্প্রে মেশিন, ২০জন অসহায় নারীকে সেলাই মেশিন এবং ইউনিয়নের সকল ওয়ার্ডের যুবকদের মাঝে ফুটবল ও ক্রিকেট খেলার সামগ্রী ও জার্সি বিতরন করা হয়েছে।