ভোরের কুয়শায় খেটে খাওয়া মানুষ সকালে ঘর থেকে বের হতে পারছেনা মাধবদীতে। শেষ মুহুর্তে এসে শীতের কুয়াশায় নিম্নঞ্চলে সবজি চারা ও বীজতলা জমিতে কুয়াশায় চারা গাছ ঢলে পড়ছে। শুকিয়ে যাচ্ছে। এতে সাধারণ কৃষিজীবি মানুষ দারুন ভাবে হতাশা গ্রস্ত হয়ে পড়েছেন। অপর দিকে গত ১ সপ্তাহ থেকে নিম্নঞ্চলীয় এলাকায় বোরো আবাদের ধূম পড়েছে। কৃষিজীবীগণ বোরো ধান আবাদে প্রচন্ড ঠান্ডা আর শীত উপেক্ষা করে নিজ নিজ জমি এবং অনেকেই বর্গাচাষী জমিতে বীজতলা রোপণে ব্যস্ত হয়ে পড়েছে। এতে অধিকাংশ চাষী ও দিনমজুর বিভিন্ন ঠান্ডা জনিত রোগে আক্রান্ত হওয়ার খবরও পাওয়া গেছে। খেঁটে খাওয়া এসব নিম্ন আয়ের মানুষ চিকিৎসার জন্য স্থানীয় সরকারি হাসপাতাল, প্রাইভেট ক্লিনিক ও সাধারণ চিকিৎসালয় গুলিতে প্রতিদিনই ভীড় করতে দেখা যাচ্ছে। বাড়ছে জ্বর, ঠান্ডা, ট্রন্সিলাইটিজ, স্বাসকষ্ট জনিত রোগীর ভীড়। মাধবদী থানা এলাকার প্রায় সব ক’টি ইউনিয়নের স্বাস্থ্যসেবা কেন্দ্র ঘুরে একই চিত্র পরিলক্ষিত হয়েছে। সাধারণ মানুষ চিকিৎসা নিতে এসে কাংক্ষিত সেবা না পেয়ে চরম হয়রানীর শিকার হচ্ছেন বলে অভিযোগ অধিকাংশ রোগীর। হাসপাতাল গুলোতে বিভিন্ন রোগের টেস্ট পরীক্ষার নামে মোটা অঙ্কের টাকা ফি নিলেও সঠিক রিপোর্ট পাচ্ছেনা এমন অভিযোগ কমবেশী প্রতিটি হাসপাতাল ও প্রাইভেট ক্লিনিকের বিরোদ্ধে রোগী সাধারনের। খোঁজনিয়ে দেখাগেছে এসব প্রইভেট এবং সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্র গুলোতে এক্সেরে মেশিন সহ অন্যান্য যন্ত্র অকেজো রয়েছে। দু’একটিতে স্বচল থাকলেও অভিজ্ঞ অপারেটর এবং জনবল সংকটে তাতে সঠিক রিপোর্ট পাওয়া যাচ্ছেনা। নিম্ন আয়ের সুবিধা বঞ্চিত মানুষ তাদের সন্তান এবং বৃদ্ধদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিতে পারছেনা। এ ব্যাপারে কথা বললে কর্তব্যরত চিকিৎসক ও পরিচালকদের দাবী সম্প্রতি শীত বেড়ে যাওয়ায় অধিক রোগীর চাপ থাকায় সবাইকে চিকিৎসা সেবা কিছুটা বিগ্নিত হতে পারে আবার অনেক রোগীকে অনেক সময় বেড দেয়াও সম্ভব হয়না। রাতে ও ভোরে প্রচন্ড শীতের কারনে বিপর্যস্ত হয়ে পড়েছে কাঁচামাল, মাছ ব্যবসায়ী সহ ক্ষুদ্র ব্যবসায়ীরা এবং খেটে খাওয়া সাধারণ মানুষ। তারপরও বাধ্য হয়ে পানি জমিতে বোরো রোপনে কাজ করতে হচ্ছে নিম্নঞ্চলের কৃষিজীবীদের। ঠান্ডাজনিত রোগ প্রতিদিনই বেড়ে চলেছে আশঙ্কাজনক হারে। স্থানীয় প্রাইভেট ক্লিনিকি, ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র ও হাসপাতাল গুলোতে ঠান্ডা কাশি জ্বর, শ্বাসকষ্ট ইত্যাদি রোগীর সংখ্যা প্রতিদিনই বেড়ে চলেছে বলে জানিয়েছেন মধাবদী থানা এলাকার চিকিৎসা সেবা কেন্দ্রগুলি। ডিজিটাল বাংলাদেশ গড়তে গ্রামাঞ্চলের কৃষিজীবি নিম্ন আয়ের মানুষদের প্রতি বিশেষ নজর দেয়া তথা স্থানীয় সরকার মন্ত্রনালয়ে দায়িত্বরতদের প্রতি নিম্ন আয়ের এসব সাধারণ মানুষের সমস্যা দূরীকরণে দায়িত্বশীল হওয়ার দাবি জানিয়েছেন সুবিধা বঞ্চিত এসব সাধারণ কৃষিজীবী মানুষ।