শাহজাদপুরে সাবেক এমপি চয়ন ইসলাম কম্বল ও মাস্ক বিতরন করেছেন। সোমবার সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গাড়াদাহ ইউনিয়নের বালিকা উচ্চবিদ্যালয় মাঠ প্রাঙ্গনে সাবেক এমপি চয়ন ইসলাম ৬শ জন অসহায়, দুস্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল ও মাস্ক বিতরন করেন। এর আগে কম্বল ও মাস্ক বিতরনি অনুষ্টানে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গারাদহ ইউনিয়ন আওয়ামিলীগ সভাপতি সেলিম আকতারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক এমপি চয়ন ইসলাম। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ আব্দুল জব্বার, উপজেলা সেচ্ছা সেবক লীগের সভাপতি মাহবুবে ওয়াহীদ শেখ কাজল, উপজেলা সেচ্ছা সেবক লীগের সাবেক যুগ্ন আহবায়ক মোঃ ফারুক সরকার, উপজেলা কৃষক লীগের সাবেক আহবায়ক হুমায়ন কবীর টিপু প্রমূখ। আলোচনা সভায় চয়ন ইসলাম গারাদাহ বাসীর উদ্দেশ্যে বলেন,আপনারা নিজেদের মানুষকে চিনতে শিখুন, নিজেদের মানুষকে ধরে রাখতে চেষ্টা করুন, আপনারা বার বার পরাজিত হয়েছেন, এবার বুঝতে শিখুন এটাই আমার প্রত্যাশা।