“বাসন্তী বাতাসের রঙিন মেলায়, মন ছুঁয়ে যাক খুশির দোরায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (১৩ ফেব্রুয়ারী) সন্ধ্যায় নওগাঁর মহাদেবপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা লেডিস ক্লাবের উদ্যোগে বসন্তবরণ উপলক্ষে পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নওগাঁ জেলা লেডিস ক্লাবের সভাপতি ও জেলা প্রশাসকের সহধর্মিনী তাহমিনা শারমিন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফুলেল ফিতে কেটে উৎসবের আনুষ্ঠানিকতা উদ্বোধন করেন। নওগাঁ জেলা পরিষদের প্রধান নির্বহী কর্মকর্তার সহধর্মিনী মাহিম সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এর সহধর্মিনী জ্যোতির্ময়ী বর্মন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) এর সহধর্মিনী কামরুন নাহার, মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান মিলন, নওগাঁ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা: পপি খাতুন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারাহ ফাতেহা তাকমিলা, উপজেলা কৃষি অফিসারের সহধর্মিনী পপি রানী দাস, উপজেলা মহিলা বিষয়ক অফিসার আমিনা খাতুন প্রমুখ এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মহাদেবপুর উপজেলা লেডিস ক্লাবের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসারের সহধর্মিনী জেইন ইফফাত লগ্ন এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন হাতেখড়ি নওগাঁর সভাপতি নওরীন অকতার শারমিন। অনুষ্ঠানে মুজিববর্ষ সেরা কন্ঠ নওগাঁর শিল্পীরা সঙ্গীত ও নৃত্য পরিবেশন করে।