মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৮ পূর্বাহ্ন

ভালোবাসা দিবসে সুবিধাবঞ্চিত ৫০ শিশু পেল স্কুল ব্যাগ

নুর আলম নীলফামারী :
  • আপডেট সময় রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২১

কুরবানের বয়স ৮। বাবা মা নেই, এতিম। নানির সহযোগিতায় স্কুলে যায় কোনমতে। আগে থেকে বলা ছিল হাত দিয়েই অন্যান্য শিশুরাদের হাতে যাবে ব্যাগ স্বরুপ উপহারটি। দিন বদলের চেষ্টায় ভালোবাসা দিবসে এভাবেই সুবিধাবঞ্চিত শিশুদের হাতে স্কুল ব্যাগ তুলে দিয়েছে ‘আমাদের প্রিয় সৈয়দপুর’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। ১৪ ফেব্রুয়ারী দুপুরে সৈয়দপুরের গোলাহাট কবরস্থান ঈদগাহ মাঠে সুবিধাবঞ্চিত ৫০ শিশু শিক্ষার্থীদের মাঝে ওই স্কুল ব্যাগ বিতরণ করে সামাজিক সংগঠনটি। করোনার পর যে কোন সময় বিদ্যালয় আবারো খুলবে বলে তাদের মাঝে ওই ব্যাগ বিতরণের উদ্যোগ নেয় সংগঠনটি। আমাদের প্রিয় সৈয়দপুর এর প্রতিষ্ঠাতা নওশাদ আনসারী বলেন, এইসব শিশুদের কখনই ব্যাগ কেনার সামর্থ ছিল না। আমরা শুধু উপহার দিয়ে শিশুদের সঙ্গে শিক্ষার বন্ধনকে দৃঢ় করেছি। এ ধরনের উদ্যোগ আমরা সবদিকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব। এই উদ্যোগটি নেওয়া হয়েছে শুধুমাত্র প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের জন্য এবং এই অনন্য উদ্যোগে আমরা গর্বিত। উল্লেখ্য আমাদের প্রিয় সৈয়দপুর সামাজিক সংগঠনটি সময়ের উদ্ভাবনী ধারণা ও ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে দিন বদলের চেষ্টায় নিরলস কাজ করে যাচ্ছে। শিশুদের আনন্দ ও উচ্ছাসই তাদের সর্বোচ্চ প্রাপ্তি বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের আজিম, সামিউল, রাজা, শাহজাদা, জীবন, সাজুসহ অন্যান্যরা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com