মঙ্গলবার, ২১ মে ২০২৪, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
দৃষ্টিনন্দন নতুন সড়কে বদলে যাবে ফরিদগঞ্জ চান্দ্রা-সেকদি-টুবগি এলাকার সূর্যগিরি আশ্রম শাখার উদ্যোগে দক্ষ জনশক্তি গঠনের আলোকে সেলাই প্রশিক্ষণ উদ্বোধন নগরকান্দা ও সালথায় দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন আজ রাউজানে সার্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নের লক্ষ্যে অবহিতকরণ সভা রাঙ্গামাটিতে ইউপিডিএফ’র ডাকা আধাবেলা অবরোধ পালিত শেরপুরে কলেজ শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশ ও আলোচনা সভা সোনাগাজীতে স্কুল ভবন নির্মাণে বাধার অভিযোগে মানববন্ধন চট্টগ্রামে চুয়েটের সাথে তিনটি সংস্থার সমঝোতা স্মারক স্বাক্ষর ভোটার উপস্থিতি নিয়ে কমিশন ভাবছে না: ইসি আলমগীর বাণিজ্য প্রতিমন্ত্রীকে কঠোরভাবে বাজার তদারকির নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

কমলগঞ্জে শহীদ মিনার ঘিরে অবৈধ সিএনজি স্ট্যান্ড

আব্দুল বাছিত খান কমলগঞ্জ :
  • আপডেট সময় শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২১

কমলগঞ্জ উপজেলার শমশেরনগর পোস্ট অফিসের সম্মুস্থ প্রধান শহীদ মিনারটি সিএনজি অটো রিক্স্রা ষ্ট্যান্ড হিসাবে গড়ে তোলা হয়েছে। উত্তরবাজার সিএনজি-অটোরিক্সা চালক সমিতি শহীদ মিনার প্রাচীরের গেট ও দেয়াল ভেঙ্গে সিএনজি অটোরিক্সা স্ট্যান্ড স্থাপন করায় অপবিত্র হচ্ছে শহীদ মিনার স্থল। পাশাপাশি যানবাহনের আড়ালে শহীদ মিনার চত্বরে গড়ো তোলা সিএনজি অটো স্ট্যান্ডের ভেতরে প্র¯্রাবখানা হিসাবেও ব্যবহৃত হচ্ছে। ফলে অপবিত্র হচ্ছে শহীদ মিনার স্থল। ক্ষোভ দেখা দিয়েছে সচেতন মহলের মধ্যে। শমশেরনগর ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, শমশেরনগর বিমানবন্দর সড়ক এলাকায় ডাকঘরের সামনে প্রায় দশ বছর পূর্বে একটি শহীদ মিনার নির্মিত হয়। শহীদ মিনার নির্মিত হওয়ার পর থেকে শমশেরনগরের একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয়রা শহীদ মিনারটিতে বিভিন্ন দিবসে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। তবে শহীদ মিনারটির বেদীর কিছু অংশ ভেঙ্গে যাওয়ায় বছর খানেক আগে মৌলভীবাজার জেলা পরিষদের অর্থায়নে ২ লাখ টাকা ব্যয়ে পূর্বমুখী করে নতুন একটি শহীদ মিনার স্থাপন করা হয়। পার্শ্ববর্তী স্থানে শমশেরনগর উত্তরবাজার সিএনজি-অটোরিক্সা চালক সমিতির স্ট্যান্ড হিসাবে ব্যবহৃত হচ্ছে। তবে করোনাকালীন সময়ে শহীদ মিনার ব্যবহার না হওয়ায় শহীদ মিনারের পূর্ব দিকের সীমানা প্রাচীর ভেঙ্গে সিএনজি অটোরিক্সা চালকরা দখলে নেন। এরপর থেকে শহীদ মিনার স্থলে ও সম্মুখে সারিবদ্ধভাবে সিএনজি-অটো রাখা হচ্ছে। শহীদ মিনার চত্বরে লোকজন প্র¯্রাব কাজেও ব্যবহার করছেন। ফলে এ এলাকায় দুর্গন্ধ ছড়াচ্ছে ও শহীদ মিনারের পবিত্রতা বিনষ্ট হচ্ছে। শমশেরনগর সাহিত্যাঙ্গনের সমন্বয়ক ও সুজা মেমোরিয়াল কলেজের প্রভাষক শাহজাহান মানিক ক্ষোভ প্রকাশ করে বলেন, শহীদ মিনারের বেদীর বেশ কিছু অংশ ভেঙ্গে গেলে জেলা পরিষদ পূর্বমুখী করে একটি বড় শহীদ মিনার নির্মাণ করে দিয়েছে। এবারও প্রথম নতুন শহীদ মিনারে মহান ভাষা ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ফুল দিয়ে শহীদদের প্রতি সম্মান জানানো হবে। তার আগেই সিএনজি অটোরিক্সা চালক সমিতি শহীদ মিনারের চত্বরে গড়ে তুলেছে তাদের স্ট্যান্ড। এটি খুবই দু:খজনক বলে তিনি মন্তব্য করেন। শমশেরনগর ইউনিয়নের চেয়ারম্যান মো. জুয়েল আহমেদ বলেন, তিনি জানেন না কিভাবে সিএনজি অটো চালকরা শহীদ মিনারের চত্বরে স্ট্যান্ড গড়ে তুলেছে। তিনি দাবী করেন অবিলম্বে শহীদ মিনার চত্তর থেকে সিএনজি অটোর স্ট্যান্ড সরিয়ে নেওয়া হোক। এব্যাপারে শমশেরনগর উত্তর বাজার সিএনজি অটোরিক্সা চালক সমিতির সভাপতি মোস্তফা মিয়া বলেন, এ এলাকাটি ব্যস্ততম। সড়কধারে সিএনজি অটোর সারি থাকলে যানজট বেড়ে যায়। তাই শহীদ মিনারের ভেতরের খালি জায়গায় সিএনজি অটো রাখছেন। কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক বলেন, বিষয়টি আমাকে কেউ জানায়নি। তবে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com