শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৪:২৯ অপরাহ্ন

নোয়াখালীতে সাংবাদিক হত্যার প্রতিবাদে গাজীপুরে বিএমএসএফর প্রতিবাদ সমাবেশ

গাজীপুর অফিস :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২১

নোয়াখালীতে সাংবাদিক হত্যার প্রতিবাদে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের(বিএমএসএফ) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। গতকাল গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ওই কর্মসূচি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ড. এ কে এম রিপন আনসারীর সভাপতিত্বে ও বাংলাদেশ অনলাইন সম্পাদক পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তুহিন সারোয়ারের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমবেশে বক্তব্য রাখেন, জাতীয় বীর ?মুক্তিযোদ্ধা আব্দুর রউফ নয়ন, জাতীয় বীর মুক্তিযোদ্ধা ও গাজীপুর জেলা প্রেসক্লাবের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক খন্দকার মোঃ হাছিবুর রহমান, জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা শাখার সভাপতি মুছা খান রানা, গাজীপুর জেলা রিপোটার্স ক্লাবের কার্যকরী সভাপতি মোঃ আকরাম হোসেন, কার্যকরী সভাপতি মোস্তাকিম, গাজীপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ভূইয়া, গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক এম এ ফরিদ, গাজীপুর সদর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, গাছা প্রেসক্লাবের সাংগঠকি সম্পাদক আশরাফুল আলম মন্ডল, কালিাকৈর প্রেসক্লাবের পক্ষে নির্বাহী সদস্য মহসিন মোল্লাহ, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গাজীপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাযহারুল ইসলাম রবীন, গাজীপুর জেলা বিএমএসএফ’র আহবায়ক কমিটির সদস্য টিটু কন্তি কর, মোঃ হাসান আলী প্রমূখ। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির অর্থ বিষয়ক সম্পাদক শারমিন সুলতানা মিতু, সহসম্পাদক আঃ হামিদ খান, গাজীপুর জেলা প্রেসক্লাবের অর্থ বিষয়ক সম্পাদক ডাঃ বোরহান উদ্দিন অরণ্য, শিক্ষা বিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন মাষ্টার, দপ্তর সম্পাদক আলী আজগর খান পিরু, সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন, গাজীপুর সদর উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি রমজান আলী রুবেল ও জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা শাখার মনির হোসেন মানিকের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত কর্মসূচিতে বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্ধ অংশ গ্রহন করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com