বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০৪ পূর্বাহ্ন

ফুলবাড়ীতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

হারুন-উর-রশীদ ফুলবাড়ী (দিনাজপুর)
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২১

দিনাজপুরের ফুলবাড়ীতে প্রধানমন্ত্রীর বরাদ্দকৃত ঘর টাকা দিয়েও না পাওয়ায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন দিনমুজর বিধবা নমিতা রানী। উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের কিসমত লালপুর গ্রামের বিধবা দিনমজুর নমিতা রানী সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগ বলেন, আমি একজন অসহায় বিধবা দিনমুজর আমি আমার জরাজির্ণ একটি ঘরে দুইটি সন্তান নিয়ে অতিকষ্টে বসবাস করছি। ৫নং খয়েবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু তাহের প্রধানমন্ত্রীর দেওয়ার ৩ লক্ষ টাকা মূল্যের ঘর নির্মান করে দিবেন বলে ১৩ হাজার টাকা নেন। কিন্তু ঘর দেওয়ার নির্ধারিত সময় পেরিয়ে গেলে ইউনিয়ন চেয়ারম্যানের কাছে অনেক বার যোগাযোগ ঘরে না পেয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন ও উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ করি তাতে কোন ফলাফল পাই না পেয়ে। আজ বাধ্য হয়ে আমার নিজবাড়ীতে সংবাদ সম্মেলনের আয়োজন করেছি। আমি আপনাদের মাধ্যমে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করে অনুরোধ করছি আমি অত্যান্ত অসহায় আমার জন্য একটি ঘর অতি জরুরী। প্রধানমন্ত্রী যেন আমাকে একটা ঘর দেয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com