নানা আয়োজনে উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁওয়ে মহিলা লীগের ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকি পালন করা হয়েছে। দিবসটি পালনের লক্ষে শনিবার জেলা মহিলা লীগের সভাপতি দ্রোপদী দেবী আগরওয়ালার নেতৃত্বে ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগ কার্যালয় হতে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুণরায় একই স্থানে গিয়ে আলোচনাসভা ও দোয়া মাহলি অনুষ্ঠানে মিলিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা মহিলা লীগের সভাপতি দ্রোপদী দেবী আগরওয়ালা। এসময় বক্তব্য রাখেন জেলা মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক ফারহানা কলি, হরিপুর উপজেলা মহিলা লীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য সাবিনা ইয়াসমিন রিপা, পীরগঞ্জ উপজেলা মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক রোজিনা আক্তারসহ জেলা ও উপজেলা মহিলা লীগের বিভিন্ন ইউনিটের নারী নেত্রীরা। আলোচনা সভা শেষে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনাসহ দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।