সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০১:২১ অপরাহ্ন

আমরা আরেকটি নৌপথ তৈরির চেষ্টা চালচ্ছি -নৌপরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী

মোবারক বিশ্বাস পাবনা :
  • আপডেট সময় শনিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২১

নৌপরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন বঙ্গবন্ধু ৭২ সালে ৭টি ড্রেজার সংগ্রহ করেছিলেন। ২০০৮ সাল পর্যন্ত ৭টি থেকে ৮টি উত্তীন্ন হয়নি। ২০০৮ সাল পর্যন্ত এত সরকার ক্ষমতায় এসেছে গেছে কেউ কোনো ড্রেজার সংগ্রহ করেনি। শেখ হাসিনা সরকার গঠন করে প্রথমে ১০টি থেকে এখন ৮০টি ড্রেজার সংগ্রহ করে নদীর নাব্রতা ফিরিয়ে আনার চেষ্টা করে যাচ্ছে। হাজার হাজার কোটি টাকা নৌবন্দর ও নৌযানের জন্য বিনিয়োগ করেছি। প্রতিমন্ত্রী আরো বলেন, আমরা শুধু এই কাজীরহাট-আরিচা ফেরিঘাট নয় আমরা জামালপুরে আরেকটি নৌপথ তৈরি করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। তিনি গতকাল শনিবার দুপুরে কাজীরহাট-আরিচা ফেরিঘাট উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। কাজিরহাট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে বিআইডাব্লিউটিসি’র চেয়ারম্যান কমোডোর গোলাম সাদেক এর সভাপতিত্বে এসময় বক্তব্য দেন পাবনা-১ আসনের সাংসদ অ্যাড. শামসুল হক টুকু, পাবনা-৫ আসনের সাংসদ গোলাম ফারুক প্রিন্স, পাবনা-২ আসনের সাংসদ আহমেদ ফিরোজ কবীর, মানিকগঞ্জ-১ আসনের সাংসদ সৈয়দ মো: তাজুল ইসলাম, পাবনার জেলা প্রশাসক কবীর মাহমুদ, পুলিশ সুপার মহিবুল ইসলাম খান প্রমুখ।
বিআইডাব্লিউটিসির’র সূত্র জানায়, কাজীরহাট থেকে আরিচাঘাট পর্যন্ত প্রথম অবস্থায় ৪টি ফেরী চলাচল করবে। যানবাহন পারাপারের উপর ভিত্তি করে আরও ফেরী বাড়ানোর সম্ভাবনা রয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com