সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৩:৩৮ অপরাহ্ন

অরবিন্দ শিশু হাসপাতালের ৩৩তম বার্ষিক সাধারণ সভা

মাহফিজুল ইসলাম রিপন দিনাজপুর :
  • আপডেট সময় শনিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২১

২৭ ফেব্রুয়ারি শনিবার বিমল কুমার দেব মিলনায়তনে দিনাজপুরের ঐতিহ্যবাহী অরবিন্দ শিশু হাসপাতালের ৩৩তম বার্ষিক সাধারণ সভা-২০১৯ অনুষ্ঠিত হয়েছে। অরবিন্দ শিশু হাসপাতালের সভাপতি আব্দুস সামাদের সভাপতিত্বে বার্ষিক প্রতিবেদন পাঠ করেন অরবিন্দ শিশু হাসপাতালের সাধারণ সম্পাদক মোঃ শামীম কবির। আয়-ব্যয়ের প্রতিবেদন পাঠ করেন অরবিন্দ শিশু হাসপাতালের কোষাধ্যক্ষ আলহাজ্ব জহির শাহ্্। প্রতিবেদন ২টির উপর মুক্ত আলোচনায় অংশ গ্রহণ করেন সাধারণ সদস্য জামিরুল ইসলাম জুয়েল, ডাঃ শফিকুর রহমান তরুন, আব্দুর রশিদ, সমর চক্রবর্তী, মোঃ কাইয়ুম দিলীপ ও বিধান চক্রবর্তী। সভার শুরুতে শোক প্রস্তাব পাঠ করেন কার্যকরী কমিটির সদস্য রেজওয়ান হোসেন চৌধুরী। ৩২তম বার্ষিক সাধারণ সভার রেজুলেশন পাঠ করেন যুগ্ম সাধারণ সম্পাদক প্রেম নাথ রায়। গঠনতন্ত্র সংশোধনী বিষয় উপস্থাপনা করেন সহ-সভাপতি রনজিৎ কুমার সিংহ। এ সময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি সুনীল চক্রবর্তী ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম ছুটু। শেষে উপস্থিত সদস্যদের কণ্ঠধ্বনীর মাধ্যমে প্রতিবেদন দু’টি অনুমোদন প্রদান করা হলেও বিশেষ সাধারণ সভার মাধ্যমে গঠনতন্ত্র সংশোধনী করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় আজীবন সদস্য মরহুম ডাঃ আসিম উদ্দীন আহম্মেদ এর স্মরণে তার পুত্র এ কে এম জাহেদুল ইসলাম অরবিন্দ শিশু হাসপাতালকে একটি শাকার মেশিন প্রদান করেন। সভাপতির বক্তব্যে আব্দুস সামাদ বলেন দিনাজপরবাসীর সহযোগিতায় উত্তরবঙ্গে বেসরকারিভাবে অরবিন্দ শিশু হাসপাতাল শিশু সেবার ক্ষেত্রে এগিয়ে চলছে। দিনাজপুর জেলাসহ পার্শ্ববর্তী জেলার শিশুদের স্বাস্থ্য সেবাসহ উন্নত চিকিৎসা প্রদানের জন্য এই হাসপাতাল প্রতিষ্ঠিত হয়েছে। আপনাদের সহযোগিতায় এবং আমাদের মেধা ও শ্রমে এই হাসপাতাল সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। আমরা আশা রাখি সমাজের দানশীল সামর্থবান ও সামাজিক দায়িত্ব বোধে উদ্দীপ্ত ব্যক্তিবর্গ চলার পথের সাথী হয়ে আমাদের উৎসাহ জোগাবেন, যাতে করে আমরা একটি পূর্ণাঙ্গ শিশু হাসপাতাল গড়ে তুলতে সক্ষম হই। উক্ত সাধারণ সভায় নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com