সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৩:২৯ অপরাহ্ন

দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৮৪১৬

শামছুল আরিফ
  • আপডেট সময় মঙ্গলবার, ২ মার্চ, ২০২১

দেশে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরো আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আট হাজার ৪১৬ জনে। গতকাল সোমবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এছাড়া, গত ২৪ ঘণ্টায় ৫৮৫ জনের শরীরে নতুন করে এই ভাইরাস শনাক্ত হয়েছে। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা পাঁচ লাখ ৪৬ হাজার ৮০১ জনে

পৌঁছেছে। সারা দেশে গত ২৪ ঘণ্টায় ২১৪টি পরীক্ষাগারে ১৩ হাজার ৭৪৮টি নমুনা সংগ্রহ করা হয়। অ্যান্টিজেন টেস্টসহ পরীক্ষা করা হয় ১৩ হাজার ৫৭০টি নমুনা। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার বেড়েছে। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৪.৩১ শতাংশ। এর আগে রোববার এ হার ছিল ২.৮৭ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৪৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৫৪ শতাংশ।
এদিকে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরো ৮৭৩ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে চার লাখ ৯৭ হাজার ৭৯৭ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমকি ০৪ শতাংশ। গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদফতর। চীনের উহানে ২০১৯ সালের ডিসেম্বরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে মহামারি ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি জরুরি পরিস্থিতি ঘোষণা করে ডব্লিউএইচও।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com