বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
বিএনপি রাষ্ট্র ক্ষমতা পেলে মানুষের কল্যাণে কাজ করবে-মাফরুজা সুলতানা সুইজারল্যান্ডে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস হাফেজা আসমা খাতুনের ইন্তেকালে বাংলাদেশ কালচারাল একাডেমির শোক দেশের মেধাবী ও আদর্শবান লোকদেরকে দলে আনার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন: তারেক রহমান গোদাগাড়ীতে টমেটো চাষে ‘নীরব বিপ্লব’ ট্রাম্পের কাছে বাস্তববাদী পদক্ষেপ আশা করছে ইরান ভূমি উপদেষ্টা হলেন আলী ইমাম মজুমদার দিন-তারিখ ঠিক করে সংস্কার করা অন্তর্র্বতী সরকারের কাজ নয়:খন্দকার মোশাররফ রাজনীতিতে স্লোগান নয়, মেধা ও বুদ্ধির প্রতিযোগিতা চলছে: ফখরুল বুকে ব্যথা নিয়ে হাসপাতালে লুৎফুজ্জামান বাবর

সীতাকুন্ডে যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে মৎস্য চাষ বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

এম কে মনির সীতাকুণ্ড :
  • আপডেট সময় মঙ্গলবার, ২ মার্চ, ২০২১

শিক্ষিত বেকার যুবক- যুবতীদের প্রশিক্ষণ, সনদ, ঋণ ও ক্যারিয়ার গাইডলাইন সেবা প্রদানের মাধ্যমে বেকারত্ব লাঘব ও আত্মকর্মসংস্থান সৃষ্টিতে কাজ করে যাচ্ছে সীতাকুণ্ড উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর। অসংখ্য বেকার যুবকদের জীবন বদলে দেওয়ার নেপথ্যেও রয়েছে সীতাকুণ্ড উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের অন্যতম ভূমিকা। আর সেই ধারাবাহিকতায় প্রশিক্ষিত যুব শক্তি তৈরির মাধ্যমে আত্মকর্মসংস্থান গড়ে তোলার লক্ষ্যে শিক্ষিত বেকার যুবক-যুবতীদের নিয়ে মৎস চাষ বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন করেছে যুব উন্নয়ন অধিদপ্তর সীতাকুণ্ড। এক মাস করে তিন মাসের এ প্রশিক্ষণে অংশ নেয় সীতাকুণ্ডের পঁচাত্তর জন নর-নারী। ২ মার্চ মঙ্গলবার বেলা এগারোটায় যুব উন্নয়ন অধিদপ্তর কার্যালয়ে প্রশিক্ষণের মূল্যায়ন পরীক্ষা ও সমাপনী দিনের অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে উপজেলা যুব উন্নয়ন অফিসার শাহ আলম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রশিক্ষণের প্রশিক্ষক চট্টগ্রাম জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের মৎস প্রশিক্ষক সুবেন্দু বিকাশ মজুমদার, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. ছৈয়দুল হক, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল হালিম, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইসমায়েল খান। অনুষ্ঠানে প্রশিক্ষিত যুবক মোবারক হোসেন সোহাগের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর গোলাম হায়দার মো. আব্দুস সালাম, ক্যাশিয়ার আরিফুল ইসলাম। সমাপনী অনুষ্ঠানের সংক্ষিপ্ত আলোচনা সভায় উপজেলা যুব উন্নয়ন অফিসার শাহ আলম বলেন, প্রতিদিন বাংলাদেশের শ্রম বাজারে দেশের বৃহৎ একটি অংশ ভিড় করছে। অনার্স-মাস্টার্স পড়াশোনা শেষ করেও একটি চাকরী পেতে অনেকখানি ব্যয় করতে হচ্ছে যুবকদের। চাকরীর পিছনে ছুটতে গিয়ে যুবকরা জীবনের একটি মূল্যবান সময় নষ্ট করে ফেলছে। অথচ সেই সময়কে কাজে লাগিয়ে আত্মপ্রত্যয়ী হয়ে আত্মকর্মসংস্থান সৃষ্টি করে নিজেসহ অন্যের চাকরীর ব্যবস্থা করতে পারতো, আর সেই সুযোগের দুয়ার খুলে আমরা বসেছি উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরে। এসময় তিনি আরো বলেন, বেকারত্ব দূর করতে দক্ষ যুব শক্তি গড়ার কোন বিকল্প নেই। প্রশিক্ষণই পারে একজন যুবককে স্বাবলম্বী করে তুলতে। অভাবকে তাড়াতে হলে উদ্যোক্তা হবে, নিজে কিছু করতে হবে। তাই আমি সকল যুবদের বলবো প্রশিক্ষণ গ্রহণ করে উদ্যোক্তা হয়ে ওঠুন। আমাদের সরকারের বদৌলতে যুব উন্নয়ন অধিদপ্তরে বিনামূল্যে বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ চালু রয়েছে। শুধু প্রশিক্ষণ নয় সনদ ও ঋণ প্রদানের মাধ্যমে যুবদের কর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক ভূমিকা পালন করছে যুব উন্নয়ন অধিদপ্তর । যুব উন্নয়ন অফিসার শাহ আলম আরো বলেন, সীতাকুণ্ড উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর এই উপজেলার যুবদের সঠিক নির্দেশনা প্রদানের মাধ্যমে যুবদের স্বপ্ন বাস্তবায়নে পাথেয় হিসেবে কাজ করছে। সারা বছর বিষয়ভিত্তিক প্রশিক্ষণের আওতায় আনা হচ্ছে শতশত যুবক-যুবতীদের। ভবিষ্যতেও আমাদের সেবার এ ধারা অব্যাহত থাকবে। প্রশিক্ষিত যুবক মো. হান্নান বলেন, উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সুফল আমরা পাচ্ছি বেশ ভালোভাবেই। পিতা যেমন তার সন্তানদের ছায়া দিয়ে ঝড়-বৃষ্টি থেকে রক্ষা করতে বুকে আগলে রাখেন ঠিক তেমনি যুব উন্নয়ন অফিসার শাহ আলম আমাদের মমতা দিয়ে আগলে রাখেন। আমাদের ভালো মন্দ বুঝে সৎ পরামর্শ দেন তিনি। আমরা তাঁর কাছে চিরকৃতজ্ঞ। প্রশিক্ষিত আরেক যুবক মোবারক হোসেন সোহাগ বলেন, মৎস চাষের প্রশিক্ষণটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি মূলত জেলা অধিদপ্তরের প্রশিক্ষণ। আমাদের সকলের আবেদনের প্রেক্ষিতে শাহ আলম স্যারের একান্ত প্রচেষ্টায় প্রশিক্ষণটি সীতাকুণ্ডে করা সম্ভব হয়েছে। যার ফলে আমরা নিজ উপজেলা সীতাকুণ্ডেই প্রশিক্ষণ গ্রহণ করতে পেরেছি। এজন্য সকল যুবদের পক্ষ থেকে উপজেলা যুব উন্নয়ন অফিসার শাহ আলম ‘কে ধন্যবাদ ও বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। প্রশিক্ষণ প্রাপ্ত কয়েকজন যুবক খবরপত্রকে বলেন, যুব উন্নয়ন অধিদপ্তর বিপদগ্রস্ত, হতাশাগ্রস্ত ও ভেঙে পড়া যুবকদের কাঙ্খিত ঠিকানা। চাকরী না পেয়ে যখন আমরা এদিক-ওদিক ছোটাছুটি করে ক্লান্ত হয়ে পড়ি তখন যুব উন্নয়ন অধিদপ্তরে হয়ে এসে পথের ঠিকানা খুঁজে পায়। এখান থেকে প্রশিক্ষণ গ্রহণ করে সনদ প্রাপ্ত হয়ে ঋণ সুবিধা নিয়ে বর্তমানে আমরা স্ব-স্ব প্রকল্পকে এগিয়ে নিচ্ছি। মাস ব্যাপী প্রশিক্ষণে সার্বিক সহযোগিতায় ছিলেন যুব মো. কামরুল হোসেন বাবলু, আমজাদ হোসেন, ইলিয়াস ভুঁইয়া, মো. তাহের, বিশ্বজিৎ দাশ, অফিস সহায়ক আমিনুল হক পাটোয়ারী প্রমুখ। চট্টগ্রাম জেলা যুব উন্নয়ন কার্যালয়ের সহযোগিতা ও সীতাকু- উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত প্রশিক্ষণে আরো ছিলো ইসলামী সংগীত, দেশাত্মবোধক গানসহ সাংস্কৃতিক আয়োজন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com