১৯৭১ সালের ৭ই মার্চ অগ্নিঝড়া ঐতিহাসিক বাঙ্গালী মুক্তি সংগ্রাম ও স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় বঙ্গবন্ধু ও হাজার বছরের শেষ্ট বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৭ই মার্চের ভাষনের ৫০ বছর উৎযাপন উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তন বুধবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এক প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলার নির্বাহী অফিসার আশীষ কুমার। প্রধান অতিথি হিসে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়াম্যান মু. শাহিন শাহ্। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গলাচিপা থানা অফিসার ইনচার্জ এম আর শওকত আনোয়ার ইসলাম। অনুষ্ঠানে নানা বিধ কর্মসূচী বিষয়ে প্রস্থবনা মূল্যক বক্তব্য রাখেন সাবেক মহিলা ভাইস চেয়াম্যান মিসেস সালমা ওয়াহিদ, মুক্তিযোদ্ধা প্রতিনিধি মো. নিজাম উদ্দিন তালুকদার, উপজেলা শিক্ষা অফিসার মীর রেজাউল করিম, প্রেসক্লাব সভাপতি খালিদ হোসেন মিলটন প্রমূখ। সভায় উপজেলা প্রশাসনিক ভাবে ৭ই মার্চ/৭১ কে সর্ব্বোচ্চ সম্মান মর্যাদা দিয়ে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠানে সকল সরকারী কর্মকর্তা, প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান গন ও বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।