বাংলাদেশের করোনা সমস্যা উত্তরণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহিত পদক্ষেপ যুগান্তকারী, যার সুফল জনগণ ইতিমধ্যে ভোগ করতে শুরু করেছে। বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা বলেই, সকল দুঃখ কষ্ট সংকটের ভেতর বাংলার জনগণের মুখে হাসি ফোঁটাতে অবিরাম কাজ করে যাচ্ছেন। বর্তমানে করোনাজনিত সমস্যা উত্তরণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট কতিপয় প্রস্তাবনা সদয় বিবেচনার জন্য প্রস্তাব করেন অগ্রদূত সংস্থার নির্বাহী পরিচালক -এএস ও এডাব, ভোলা জেলা শাখার সেক্রেটারি মোঃ জাকির হোসেন চৌধূরী ।
প্রস্তাবনাগুলো হলো-
১. করোনা জনিত বিপর্যস্ত পরিস্থিতিতে বাড়ি ভাড়া, অফিস ভাড়া, দোকান ভাড়া দেওয়া সকলের জন্য খুবই কষ্টকর। সকল ক্ষেত্রে সম্পূর্ণ মুওকুফ করা না গেলেও ৬ (ছয়) মাসের ভাড়া ৫০% মওকুফ করার নির্দেশনা প্রদান করা;
২. ব্যাংক ঋণে বাড়ী হলে মুওকুফ কালীন সময়ে ব্যাংক সুদ মওকুফ ও ট্যাক্সের সুবিধা প্রদান;
৩. পানি, গ্যাস, বিদ্যুৎ বিল ৬ (ছয়) মাসের ৫০% মওকুফ করা;
৪. টেলিফোন, মোবাইল, ইন্টারনেট, ডিশ প্রভৃতির ৫০% বিল মওকুফ করা;
৫. আপদকালীন সময়ে যদি কেউ বাড়ি ভাড়ার বিলসমূহ দিতে ব্যর্থ হয়, তবে তাঁদরকে কোন ভাবেই বাড়ি ছাড়ার নোটিশ/বাড়ি ছেড়ে দিতে জোর প্রয়োগ করা যাবে না। বিলের জন্য কোন সংযোগ বিচ্ছিন্ন করা যাবেনা। তবে বকেয়া পরিশোধ করোনা পরিস্থিতি উত্তরণের পর সুবিধা জনক সময়ে দেয়ার ব্যবস্থা গ্রহণ করা;
৬. সকল সরকারি, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বেতন এবং অন্যান্য চার্জ সমূহ ৬ (ছয়) মাস ৫০% মওকুফ করা;
৭. কোভিড-১৯ ভাইরাসে আক্রান্তদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার সরকারি খরচে বহন করার নির্দেশনা প্রদান করা;
৮. ত্রান ও আর্থিক সহায়তা কার্যক্রমে যারা দুর্নীতি করবে তাদের কঠোর শাস্তি প্রদান;
৯. ইতিপূর্বে ঘোষিত পদক্ষেপ সমূহ বাস্তবায়নে মনিটরিং ব্যবস্থা গ্রহণ।
এমআইপি/প্রিন্স/খবরপত্র