পীরগঞ্জ শহরের কলেজ বাজারের কাঁচা বাজার ডাকবাংলো মাঠে চত্বরে অস্থায়ীভাবে স্থানান্তর করেছে উপজেলা প্রশাসন। গত ১৩ এপ্রিল থেকে ডাকবাংলো মাঠে কাঁচা বাজার বসায় বেশ সুফল পাচ্ছে সাধারণ মানুষ।
পার্শ্ববর্তী পাবলিক ক্লাব মাঠে প্রায় অনেকটাই ফাঁকা। সেই খানে পাইকারী কাঁচা বাজার বেশ কয়েকটি দোকান বসেছে। ডাকবাংলো মাঠে অনেক দোকানও বসেছে বেশ দূরত্ব নিয়ে। লোকজন শারীরিক দূরত্ব বজায় রেখে কেনাকাটা করছে। তাছাড়া এটা এক ধরনের প্রচারের কাজেও লাগছে। সচেতনতা বাড়ছে মানুষের মধ্যে।
ডাকবাংলো মাঠে কাঁচা বাজার স্থানান্তরের ব্যাপারে পীরগঞ্জের সুশীল সমাজের বলছেন এই সিদ্ধান্ত একটি সঠিক সিদ্ধান্ত। মানুষ দূরত্ব বজায় রেখে কেনাকাটা করছে দেখে খুব ভালো লাগছে। সবজি দোকানদার মুরাদ, পারভেজসহ অনেকে জানান, তাদের বিক্রি ভালো হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম জানান, সরকারের নির্দেশনায় শহরের কলেজবাজারে জায়গা কম থাকায় এইটা করা হয়েছে।
তাছাড়া ইচ্ছা থাকলেও মানুষ দূরত্ব বজায় রেখে কেনাকাটা করতে পারেন না। তাই সব দিক চিন্তা করে ডাকবাংলো কাঁচা বাজার স্থানান্তর করা হয়েছে। মাছ, মাংস ও মুদি দোকানগুলো আগের মতো কলেজ বাজারেই থাকবে। তবে দূরত্ব বজায় রাখার বিষয়টি আমরা আরো ভালো করে দেখবো, মিটিং চলছে আলোচনা করবো।
এমআইপি/প্রিন্স/খবরপত্র