অবশেষে শঙ্কা কেটে গেল রোববার। এদিন ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিটনের (সিসিডিএম) এর সভা শেষে চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ জানিয়েছেন, আগামী ৬ মে শুরু হবে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। তবে এবার এ টুর্নামেন্ট ওয়ানডে ফরম্যাটে হবে না। টি-টোয়েন্টি ফরম্যাটে খেলা হবে। এবারের প্রিমিয়ার লিগের দলে নেই কোন পরিবর্তন। মানে আগের দল ঠিক রেখেই লড়াইয়ে নামবে সবাই। এমনটাই রোববার জানিয়েছেন সিসিডিএম সভাপতি।
প্রিমিয়ার লিগের প্রথম পর্বের খেলা আগামী ৬ মে শুরু হয়ে চলবে ১০ মে পর্যন্ত। এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা ক্রিকেট দল। এর সঙ্গে ঈদের জন্য ২৫ দিন বন্ধ থাকবে লিগের সব খেলা। ঈদের ছুটির পর আবারও প্রিমিয়ার লিগের খেলা মাঠে গড়াবে আগামী ৩১ মে। যা চলবে ১৭ জুন পর্যন্ত। সিসিডিএস সদস্য সচিব আলী হোসেন রোববার বিকেলে এ তথ্য জানিয়েছেন। প্রতিদিন অংশগ্রহণকারী ১২টি দলই মাঠে নামবে। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও সাভারের বিকেএসপির দুইটি মাঠে প্রতিদিন মোট ২টি করে ৬টি ম্যাচ হবে।
এরআগে করোনভাইরাসের কারণে গত বছরের মার্চের মাঝামাঝিতে স্থগিত হয়ছিল প্রিমিয়ার লিগ। পরিস্থিতির উন্নতি হলেও ঐ বছর আর এ টুর্নামেন্ট মাঠে গড়াতে পারেনি কতৃপক্ষ। তাই এ বছরও ঘরোয়া লিগের ৫০ ওভারের এ ফরম্যাটের টুর্নামেন্ট আলোর মুখ দেখবে কি না শঙ্কা ছিল। শেষ পর্যন্ত সেটা দূর হল রোববার। তবে এবারের এ টুর্নামেন্টের ফরম্যাটে বদল এসেছে। হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। এ ব্যাপারে রোববার কাজী ইনাম বলেন, ‘গত বছর একটি ম্যাচ হয়ে ডিপিএল আমরা কন্টিনিউ করতে পারিনি। আমরা এটাকে আবার চালু করার সিদ্ধান্ত নিয়েছি এবং সেটা ডেট আমরা যে উইন্ডোটা পাচ্ছি মে মাসের ৬ তারিখে। সে সময় আমরা লিগটা শুরু করতে পারব। খুবই কঠিন পরিস্থিতি কারণ আমাদের হাতে খুবই অল্প সময় আছে কারণ দুইটা উইন্ডোতে ৬ দিন এবং আপাতত ১৫ দিন পেয়েছি হয়তবা আরো ৩ দিন এড করা যাবে সেটা দিয়ে আমাদের টুর্নামেন্টটা করতে হবে।’