বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম ::
বিএনপি রাষ্ট্র ক্ষমতা পেলে মানুষের কল্যাণে কাজ করবে-মাফরুজা সুলতানা সুইজারল্যান্ডে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস হাফেজা আসমা খাতুনের ইন্তেকালে বাংলাদেশ কালচারাল একাডেমির শোক দেশের মেধাবী ও আদর্শবান লোকদেরকে দলে আনার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন: তারেক রহমান গোদাগাড়ীতে টমেটো চাষে ‘নীরব বিপ্লব’ ট্রাম্পের কাছে বাস্তববাদী পদক্ষেপ আশা করছে ইরান ভূমি উপদেষ্টা হলেন আলী ইমাম মজুমদার দিন-তারিখ ঠিক করে সংস্কার করা অন্তর্র্বতী সরকারের কাজ নয়:খন্দকার মোশাররফ রাজনীতিতে স্লোগান নয়, মেধা ও বুদ্ধির প্রতিযোগিতা চলছে: ফখরুল বুকে ব্যথা নিয়ে হাসপাতালে লুৎফুজ্জামান বাবর

ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে নওগাঁয় বাংলাদেশ প্রতিদিনের জন্মদিন পালিত

নওগাঁ প্রতিনিধি :
  • আপডেট সময় সোমবার, ১৫ মার্চ, ২০২১

নওগাঁয় অটিষ্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের নিয়ে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার ১২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দেশের সর্বাধিক প্রচারিত ও পাঠক প্রিয় পত্রিকা বাংলাদেশ প্রতিদিনের জন্মদিন উপলক্ষে সোমবার সকালে শহরের দয়ালের মোডে অবস্থিত আশার আলো অটিষ্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে এই ব্যতিক্রম অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ প্রতিদিনের নওগাঁ প্রতিনিধি ও জেলা প্রেসক্লাবের অর্থ সম্পাদক বাবুল আখতার রানার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক জনকণ্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি বিশ্বজিৎ সরকার মনি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও দৈনিক খবরপত্র পত্রিকার জেলা প্রতিনিধি মীর মোশারফ হোসেন জুয়েল, যুগ্ম সাধারন সম্পাদক ও বাংলাভিশনের জেলা প্রতিনিধি বেলায়েত হোসেন, আশার আলো অটিষ্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওসিম উদ্দীন। এছাড়াও জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য ও জিটিভির প্রতিনিধি আব্দুর রউফ পাভেল, কার্যনির্বাহী সদস্য ও দীপ্ত টিভির প্রতিনিধি আব্দুর রউফ রিপন, জেলা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক সংবাদ পত্রিকা এবং আনন্দ টিভির জেলা প্রতিনিধি কাজী কামাল হোসেন, সান্তাহার মডেল প্রেসক্লাবের সভাপতি বুলবুল আহম্মেদ, সদস্য নেহাল আহম্মেদ প্রান্ত, আশার আলো অটিষ্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জুবাইদা খাতুনসহ ইলেকট্রনিক, প্রিন্ট ও সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে অটিষ্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের নিয়ে কেক কাটা হয়। এর আগে প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য ও জিটিভির জেলা প্রতিনিধি আব্দুর রউফ পাভেল বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধিকে ফুলেল শুভেচ্ছা জানান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com