মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০১:৪১ অপরাহ্ন

যুবদলের সভাপতি শামছু’র নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে তারাকান্দায় যুবদলের বিক্ষোভ মিছিল

তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি :
  • আপডেট সময় বুধবার, ১৭ মার্চ, ২০২১

ময়মনসিংহের তারাকান্দায় জেলা উত্তর যুবদলের সভাপতি শামছুল হক শামছু’র নামে মিথ্যা মামলা দায়ের এর প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে তারাকান্দা উপজেলা যুবদলের উদ্যোগে গতকাল মঙ্গলবার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। তারাকান্দা উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক আসাদুল হক মন্ডল এর নেতৃত্বে উপজেলা সড়ক প্রদক্ষিণ করে নতুন বাজারস্থ মোড়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন তারাকান্দা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবুল বাসার (বাদশা), আবুল কালাম আজাদ, যুবদলের যুগ্ম আহবায়ক আশরাফুল হক, আজাহারুল ইসলাম মন্ডল,রায়হান, খলিল উল্লাহ, নজরুল ইসলাম,রাজিব, আশরাফুল, রিপন মিয়া, হুমায়ূন আহম্মেদ, মঞ্জুরুল হক, ফরিদ উদ্দিন, জুয়েল মন্ডল, জাহাঙ্গীর, মানিক, রফিক, আনোয়ার রুহুল আমিন, রফিকুল ইসলাম, তারাকান্দা উপজেলা মৎস্যজীবীদলের আহবায়ক এ. টি.এম মুখলেছুজ্জামান মুকুল, সেচ্ছাসেবকদল নেতা আমির হাসান স্বপন প্রমুখ। বক্তারা বক্তব্যে বলেন বর্তমান সরকারের দমন,পীড়ন ও বিরোধী দলের উপর নির্যাতনের তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে সকল নেতাকর্মী উপর দায়ের কৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com