মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৩:৫৯ অপরাহ্ন

পূর্ব সুন্দরবনে মৃত রয়েল বেঙ্গল টাইগার উদ্ধার

শেখ মোহাম্মদ আলী শরণখোলা (বাগেরহাট)
  • আপডেট সময় শনিবার, ২০ মার্চ, ২০২১

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ধনচেবাড়িয়ার চর থেকে একটি মৃত রয়েলবেঙ্গল টাইগার উদ্ধার করেছে বনরক্ষীরা। মৃত রয়েলবেঙ্গল টাইগারের ময়না তদন্ত শনিবার (২০ মার্চ) সকালে রেঞ্জ সদরে সম্পন্ন হয়েছে। সাত ফুট দৈর্ঘ্য এবং তিন ফুট ছয় ইঞ্চি প্রস্তের মৃত বাঘিনিটিকে শুক্রবার রাতে উদ্ধার করা হয়। শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) জয়নাল আবেদীন জানান, সুপতি ষ্টেশনের বনরক্ষীরা নিয়মিত টহল দেয়ার সময় শরণখোলা ষ্টেশনের ধনচেবাড়িয়ার চরে মৃত অবস্থায় একটি বাঘ দেখতে পেয়ে রেঞ্জ অফিসে খবর জানায়। খবর পেয়ে শুক্রবার রাত ৯টায় শরণখোলা ষ্টেশনের বনরক্ষীরা বাঘটি উদ্ধার করে রেঞ্জ অফিসে নিয়ে আসে। বাঘের ময়না তদন্তকারী মোরেলগঞ্জ উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা জি.এম. আব্দুল কুদ্দুস জানান, দাঁতসহ বিভিন্ন অঙ্গ প্রতঙ্গ পরীক্ষা করে প্রথমিকভাবে ধারনা করা হচ্ছে বাঘটি এক সপ্তাহ আগে স্বাভাবিক ভাবে মারা গেছে। বাঘটির নমুনা সংগ্রহ করা হয়েছে ফরেনসিক পরীক্ষার পরে প্রকৃত কারণ জানা যাবে। বাঘটিকে রেঞ্জ সদরে মাটি চাপা দেয়া হয়েছে। এর আগে গত ২০২০ সালের ৩ ফেব্রুয়ারী কোকিলমনির কবরখালি এবং ২০১৯ সালের ২১ আগষ্ট কটকা অভয়ারন্যের ছাপড়াখালি থেকে দুইটি মৃত বাঘ উদ্ধার করে বন বিভাগ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com