রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৮:০৮ পূর্বাহ্ন

অতীত ভুলে যাওয়ার সময় এখন: পাক সেনাপ্রধান

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ২০ মার্চ, ২০২১

পাকিস্তানি সেনাপ্রধান জেনারেল কমর জাভেদ বাজওয়া, ভারত-পাকিস্তানের মধ্যে শান্তি স্থাপনের আহ্বান জানালেন পাকিস্তানি সেনাপ্রধান জেনারেল কমর জাভেদ বাজওয়া। তিনি বলেছেন, অতীত ভুলে নয়াদিল্লি ও ইসলামাবাদকে এগিয়ে আসতে হবে। যাতে করে দুই দেশের মধ্যে সুসম্পর্ক ফিরিয়ে আনা যায়। আলজাজিরা।
পাকিস্তানি সেনাপ্রধান বলেছেন, দুই দেশের উন্নতি এবং দক্ষিণ ও মধ্য এশিয়ার অর্থনৈতিক সংহতির জন্যও এই সুসম্পর্ক জরুরি। দুই দেশের মধ্যে শান্তি ফেরাতে এবং কাশ্মির নিয়ে ‘অনুকূল পরিবেশ’ তৈরি করার আহ্বান জানান তিনি। পাকিস্তানের সেনাপ্রধান বলেন, ‘ভারত ও পাকিস্তানের মধ্যে বিবাদের মূল বিষয় কাশ্মির। শান্তিপূর্ণ উপায়ে এই বিরোধের সমাধান না হলে উপমহাদেশে শান্তি প্রতিষ্ঠার বিষয়ে সংশয় থেকে যাবে। আমরা মনে করছি অতীতকে ভুলে যাওয়ার সময় এসেছে। প্রতিবেশী হিসেবে আমাদের আরও এগিয়ে যেতে হবে অতীত ভুলে।’ বৃহস্পতিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছিলেন, ক্ষমতায় আসার পর থেকে ভারতের সঙ্গে সুসম্পর্ক প্রতিষ্ঠার চেষ্টা করে চলেছে পাকিস্তান। তবে শান্তি ফেরানোর বিষয় প্রথম পদক্ষেপ ভারতকেই নিতে হবে। গত মাসে নয়াদিল্লিও জানিয়েছিল, আতঙ্ক ও সন্ত্রাসমুক্ত পরিবেশে প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক চায় ভারত। কিন্তু হিংসামুক্ত পরিবেশ তৈরির দায়িত্ব পাকিস্তানকে নিতে হবে। পাকিস্তানের সরকার ও ক্ষমতাধর সেনাবাহিনী এবার এক সুরে কথা বলায়র বিষয়টিকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞেরা। তবে শেষ পর্যন্ত এই আশাবাদ কতটা বাস্তব হয় তাই এখন দেখার বিষয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com