করোনা ভাইরাস নিয়ন্ত্রনে জামালপুর জেলা পুলিশের উদ্যোগে সচেতনামূলক পথসভা ও মাস্ক বিতরণ করা হয়েছে। রবিবার (২১ মার্চ) দুপুরে শহরের ফৌজদারি মোড়ে পুলিশ সুপার নাছির উদ্দিন আহামেদ মাস্ক বিতরণ ও সচেতনামূলক পথসভা উদ্বোধন করেন। এ সময় তিনি পথচারি ও সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করেন। পুলিশ সুপার নাছির উদ্দিন আহামেদ জানান, করোনা মহামারি থেকে নিজেকে ও অন্যকে রক্ষা করতে মাস্ক ব্যবহারের বিকল্প নেই। জোর করে বা জরিমানা করে নয়। জেলা পুলিশের পক্ষ থেকে প্রচারণার মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করা হবে। আগামী ৯ দিন মাস্ক বিতরণ কার্যক্রম চলমান থাকবে বলেও জানান তিনি।