সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০২:৩২ অপরাহ্ন

মেলান্দহে স্বাভাবিক প্রসবসেবা শীর্ষক আলোচনা সভা

ফজলুল করিম মেলান্দহ (জামালপুর) :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১

জামালপুরের মেলান্দহে স্বাভাবিক প্রসবসেবা জোরদার শীর্ষক অবহিতকরণ সভা ২৩ মার্চ দুপুরে মির্জা আজম অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। পরিবার পরিকল্পনা অধিদপ্তর ও এমসিএইচ-সার্ভিসেস ইউনিটের ব্যববস্থাপনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন-ইউএনও তামিম আল ইয়ামীন। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক-এনডিসি বেগম সাহান আরা বানু এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন-পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগীয় পরিচালক আমিনুল ইসলাম, জামালপুর জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকারের উপপরিচালক কবির উদ্দিন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের প্রোগ্রাম ম্যানেজার ডা. ফাহমিদা সুলতানা, উপপরিচালক (জামালপুর) ডা. সাজদা-ই-জান্নাত, মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কামরুজ্জামান, জেলা প.প. ডিডি আলী আমজাদ দপ্তরি, মেলান্দহ স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. ফজলুল হক, সবেক মেলান্দহ পৌরমেয়র হাজী দিদার পাশা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ডা. ইউনুছ আলী, উপজেলা আ’লীগ সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, সম্পাদক মো. জিন্নাহ মিয়া প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com