রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৮:০৮ পূর্বাহ্ন

পীরগঞ্জে খাস জমিতে আত্রাই বিল খনন কালে আবাদি জমি দখল করার অভিযোগ.! থানায় মামলা দায়ের

আমিনুর রহমান রংপুর থেকে ফিরে :
  • আপডেট সময় শনিবার, ২৭ মার্চ, ২০২১

রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার মিঠিপুর ইউনিয়নের আত্রাই বিল সরকারি (খাসজমি)  লিজকৃত কবুলিয়াত নামা মূলে চিরস্থায়ী বন্দোবস্তো গ্রহন করে প্রায় ৪০ বছর ধরে জমি ভোগদখল আবাদ করে জীবন জীবিকা নির্বাহ করে আসছিলো গ্রামের প্রায় ৩৫টি পরিবারের কৃষক। তবে পরিত্যক্ত খাসজমি থাকলেও পুকুর খনন কালে আবাদি জমি এক্সাভেটর (ভেকু) দিয়ে খনন করে দখল করছে বলে অভিযোগ করেন সুবিধাভোগী মানুষ। আত্রাই বিল খনন কালে গত ২৩ ফেব্রয়ারী ২০২১ইং পীরগঞ্জে আর,ডি মৎস্য প্রকল্পের ঠিকাদার হঠাৎ করে আত্রাই বিল আবাদি জমি যার দাগ নম্বর নুতন ৩০৫৯, ৩০৫৩, ৩০২০, ৩০২২ সহ একের পর এক কোনো এক অজ্ঞাত ও রহস্যজনক কারনে পেশিশক্তিতে দখল করে পুকুর খনন করছে বলে মামলার অভিযোগ সূত্রে জানা যায়। পরে প্রতিকার চেয়ে ২৪ ফেব্রয়ারী বিভিন্ন দপ্তরে অভিযোগ করেন সুবিধাভোগী মানুষের পক্ষে শাহীন মিয়া, পরবর্তীতে বিরোধপূর্ণ জমি-যার জে,এল নং-২২৯ সিএস খতিয়ান নং-৫১৭ সাবেক দাগ নং-১৭২৬ যাহার বুজরত খতিয়ান নং- ১৭৭২ ডি,পি খতিয়ান নং-১৯২ আর এস খতিয়ান নং- ১৯২ নুতন দাগ নং-৩০৫৭, জমি ১.১৮ একরের মধ্যে ১.০০ একর “।  মামলার বাদীর অভিযোগ, প্রতিপক্ষ বিভিন্ন কৌশলে তাদের  কবুলিয়াত ও পত্তন কৃত জমি দখলের চেষ্টা অব্যাহত রাখলে কোন উপায় না পেয়ে আবেদ আলী আদালতে হাজির হয়ে প্রতিপক্ষ সাইফুল ইসলামসহ ১১ জনের নাম উল্লেখ করে (১ মার্চ ২০২১) অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারী কার্যবিধি ১৪৪ ধারায়/মিছ পিটিশন ২১৮/২১ যাহার স্মারক নং- ২৮৬/১ (২) মামলা সংক্রান্ত  জমির উপর নিষেধাজ্ঞা জারির আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে আদালত ১৮ মে মধ্যে সংশ্লিষ্ট টখঅঙ তদন্ত প্রতিবেদন নির্দেশ দেন,সেই সাথে শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য পীরগঞ্জ থানার ও,সি কেও নির্দেশ প্রদান করেন। ভোগদখলকৃত জমি জে,এল নং-২২৯ যাহার বুজরত খতিয়ান নং-১৮৫৮ ডি,পি খতিয়ান নং-১০৩৩ আর,এস খতিয়ান নং-১০৩৩ সাবেক দাগ নং-১৭২৬ নুতন দাগ নং-৩০৫৯, জমি ৩.১০ একরের মধ্যে ১.০০ একর তন্মধ্যে. ৩০ একর। আবারো আরেক  ব্যক্তি মোঃ মমদেল হোসেন আদালতে হাজির হয়ে প্রতিপক্ষ সাইফুল ইসলামসহ ১২ জনের নাম উল্লেখ করে (১০ মার্চ ২০২১) ১৪৪ ধারায় মিছ পিটিশন নং ১৯৪/২১, স্মারক নং- ৩২৬/১(২) মামলা সংক্রান্ত নিষেধাজ্ঞা জারির আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে আদালত ১ জুন তারিখের মধ্যে সংশ্লিষ্ট  টখঅঙ তদন্ত প্রতিবেদনের জন্য নির্দেশ প্রদান করে আদালত। সুবিধাভোগী তারা মিয়া ১২ জনের নাম উল্লেখ করে বিজ্ঞ জুডিসিয়াল আদালতে আরও একটি মামলা করেন। আদালতের মিছ পিটিশন ও থানার অভিযোগ সূত্রে প্রকাশ, দু-দফা  প্রাথমিক ভাবে প্রতিবেদনের দেয়ার আগেই তা কর্নপাত না করে ওই আত্রাই বিল খাস অংশ খননের পাশাপাশি সুবিধাভোগীদের কবুলিয়াত ও পত্তন নেয়া ইরি বোরো ধান দখলে নিচ্ছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।  এদিকে প্রতিপক্ষ সাইফুল ইসলাম সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি মামলার তদন্ত  কর্মকর্তা এস আই ইসমাইল হোসেন বলেন, বাদি ও বিবাদীকে মিমাংসা জন্য থানায় ডেকে কথা বলা হয়েছে। তবে কেউ শান্তি শৃঙ্খলার বেঘাত ঘটানোর চেষ্টা করলে আইনের আওতায় আনা হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com