রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৮:৫৮ পূর্বাহ্ন

ওবামার দাদী মারা গেছেন

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার দাদী সারাহ ওবামা মারা গেছেন। কেনিয়ার পশ্চিমাঞ্চলে ৯৯ বছর বয়সে তিনি মারা যান। তার কন্যা মারসাত ওনিয়াংগো সোমবার এ কথা জানিয়ে বলেছেন, গত (সোমবার) সকালে তিনি মারা গেছেন। সারাহ ওবামা মামা সারাহ হিসেবে বেশি পরিচিতি। তিনি কিসুমু’র একটি হাসপাতালে ভর্তি ছিলেন।
সাবেক ইলিনয় গভর্ণর হিসেবে ২০০৬ সালে ওবামার কেনিয়া সফরের পর স্থানীয় স্কুল শিক্ষক সারাহ ওবামা জাতীয় সেলিব্রেটি হয়ে ওঠেন। এর পর ওবামা ২০০৮ সালে যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হওয়ার পর তিনি বিশ্বব্যাপীই পরিচিতি লাভ করেন। সারাহ ১৯২২ সালে জন্মগ্রহণ করেন। তিনি ওবামার দাদা হোসেন ওনিয়াংগো ওবামার তৃতীয় স্ত্রী। তার সাথে বারাক ওবামার রক্তের কোন সম্পর্ক না থাকলেও তিনি সারাহকেই তার দাদী হিসেবে উল্লেখ করে আসছেন। তিনি তাকে ‘গ্র্যানি’ ডাকতেন।ওবামা নাইরোবী সফরে গেলে পরিবারের অন্যান্য সদস্যদের সাথে সারাহ’র সঙ্গেও সাক্ষাত করতেন। ওবামা হোয়াইট হাউস ছাড়ার পর ২০১৮ সালে তার নিজ গ্রাম কোগেলোতে যান। ক্ষমতায় থাকাকালে ২০১৫ সালে তিনি নাইরোবী গেলেও কোগেলেতে যেতে পারেন নি। কৌতুক করে এর কারণ হিসেবে তিনি বলেন, তার বিমান এতো বড়ো ছিল যে কিসুমিতে অবরতরণ করতে পারে নি। উল্লেখ্য ওবামার বাবা সিনিয়র ওবামা কোগোলো থেকেই যুক্তরাষ্ট্রে পড়তে যান। সেখানে ওবামার মা অ্যান ডানহামের সঙ্গে সম্পর্ক ও পরে তারা বিয়ে করেন। নাইরোবীতে ১৯৮২ সালে ৪৬ বছর বয়সে এক সড়ক দুর্ঘটনায় সিনিয়র ওবামা নিহত হন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com