জামালপুর সদর উপজেলা নান্দিনা বাজার সংলগ্ন রেল ক্রসিং এ রেলের জমি দখল করে অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। আর এতে ঝুকিপুর্ন হয়ে পড়েছে যানবাহন চলাচল। অভিযোগ করেও প্রতিকার পাচ্ছেন না স্থানীয়রা।অভিযোগ সূত্রে জানা গেছে, সদর উপজেলা ঐতিহ্যবাহী নান্দিনা বাজারের সাথে শ্রীপুর ইউনিয়ন, বাশচড়া ইউনিয়ন, তুলশিপুর ইউনিয়ন ও ধনবাড়ী উপজেলা প্রায় লক্ষাধিক মানুষের যোগাযোগের একমাত্র পথ নান্দিনা নেকজাহান সড়ক। এই সড়কটি নান্দিনা স্টেশন গেটপাড় হয়ে জামালপুর-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের সাথে মিশেছে। জনগুরুত্বপুর্ন এই সড়কের নান্দিনা গেটপাড় রেল ক্রসিং এলাকায় রেলওয়ের সরকারি জমি দখল করে প্রায় রেল লাইনের উপর ঘর নিমার্ন করেছেন নান্দিনা পুরাতন এলাকার মৃত জাফর আলীর পুত্র খোরশেদ আলী ও একই এলাকার খুরমুজ আলীর পুত্র সালাম মিয়া। লাইনের দুইপাশের জমি দখল করে সেখানেই ঘর নির্মান করেছেন এই দুই প্রভাবশালী ভূমিদস্যু।ভূমিদস্যু খোরশেদ ও সালামের অবৈধ এসব দখলের প্রতিবাদ করতে গিয়ে নির্যাতনের শিকার হয়েছেন স্থানীয় বাসিন্দারা। রেলের দুইপাশে অবৈধ স্থাপনা গড়ে তোলায় চরম ঝুকিপুর্ন হয়ে দাড়িয়েছে নান্দিনা রেল ক্রসিং। যানবাহন চালকরা ট্রেনের আসা যাওয়া দেখতে না পারায় ঘটছে দুর্ঘটনা। এই পথে প্রতিদিন ধনবাড়ী ও মধুপুর উপজেলা থেকে বাশ ও কাঠবাহী যানবাহন চলাচল করায় যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনার আশংকা করছেন স্থানীয়রা।স্থানীয়দের অভিযোগ, রেলওয়ের কর্মকর্তা ও প্রশাসনের কাছে বারবার আবেদন করেও প্রতিকার পাচ্ছেন না তারা।জামালপুর রেলওয়ের উর্দ্ধতন উপ-সহকারী প্রকৌশলী রেজাউল হক জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে তদন্ত করে রেলওয়ের জমি দখলের বিষয়টি উর্দ্ধতন কতৃপক্ষকে জানানো হয়েছে। জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াসমিন জানান, নান্দিনা রেল ক্রসিং এ অবৈধ ভাবে রেলওয়ের জমি দখলের বিষয়ে অভিযোগ পেয়েছেন। তদন্ত করে রেল কতৃপক্ষের মাধ্যমে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।