শাহজাদপুরে লকডাউন মানছে না জনগণ। দ্বিতীয় দফায় করোনা সংক্রমণ বাড়ার পর দেশের জনগনের নিরাপত্তা ও করোনা প্রতিরোধের লক্ষে সরকারিভাবে গত ৫ মার্চ থেকে সারাদেশে ৭দিনের লকডাউন ঘোষনা করা হলেও সিরাজগঞ্জের শাহজাদপুরের জনসাধারন সে লকডাউন মানছেনা। অন্যান্য দিনের মতোই সবাই বেপোরয়াভাবে চলাফেরা করছে। রিক্সা- ভ্যান চলছে আগের মতোই। পৌর শহরে রিক্সা- ভ্যানের জানজট লেগে আছে আগের মতোই। জনমনে নেই কোন করোনার আতঙ্ক। সামাজিক দুরত্ব মানছেননা কোন জনসাধারন। চলতি লকডাউনে দোকানপাট বন্ধের নির্দেশনা থাকলেও অনেক দোকানী তা মানছেনা। লকডাউনের দ্বিতীয় দিনে পৌর শহরের মনিরামপুর বাজার মার্কেট গুলোতে অনেক দোকান পাট খোলা রাখতে দেখা গেছে। এ ব্যাপারে এলাকার অভিজ্ঞ মহল মনে করছেন লকডাউন সঠিকভাবে পালন করতে মাঠে পুলিশ প্রশাসনের তৎপরতার প্রয়োজন। তাই এ ব্যাপারে শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোঃ শামসুজ্জোহা বলেন, আমরা কঠোর নির্দেশনা দিয়ে ইতি মধ্যে ব্যাপক প্রচারনা চালিয়েছি। জনগন যদি আমাদের নির্দেশনা না মানে তাহলে আমরা কঠোর ব্যাস্থা নিতে বাধ্য হবো। অন্যদিকে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ আমিনুল ইসলাম বলেন, দ্বিতীয় ধাপে করোনার আক্রমনে শাহজাদপুর উপজেলায় ২৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে এর মধ্যে ৬ জনের শরিরে করোনা পজেটিভ পাওয়া গেছে। সাধারন মানুষ যদি সামাজিক দুরত্ব না মেনে লকডাউন উপেক্ষা করে বেপোরয়াভাবে চলাফেরা করে তাহলে এ উপজেলায় করোনা ভয়াবহতায় রুপ নিতে পারে।