গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের করতোয়া নদীর উপর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ বালু দস্যু এবং মাটি ব্যবসায়ীদের হাত থেকে রক্ষার দাবী ভুক্তভোগী এলাকাবাসীর। বন্যা নিয়ন্ত্রণ বাঁধ দিয়ে বালু দস্যুরা কাকরা (ট্রাক্টর) যোগে বালু আনা নেওয়া করার কারণে বাঁধটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সামনে বর্ষা মাস, পানির তোড়ে বাঁধটি ধ্বসে গিয়ে উপজেলার হোসেনপুর ও পার্শ্ববর্তী গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নসহ কয়েকটি ইউনিয়ন বন্যায় প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে, উক্ত বন্যা নিয়ন্ত্রণ বাঁধটি রক্ষার্থে সংশ্লিষ্ট কতৃপক্ষ ব্যবস্থা গ্রহণ না করে তবে শতভাগ ফসলি জমি ঘরবাড়ি নদী গর্ভেবিলীন হওয়ার সম্ভাবনা রয়েছে। বন্যা নিয়ন্ত্রণ বাঁধটি সংস্কার ও বালু দস্যুদের হাত থেকে রক্ষায় সংশ্লিষ্ট কতৃপক্ষ ও উপজেলা প্রসাশনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।