পৌর শহরের থানারঘাট করতোয়া ব্রীজ হতে বাজার পর্যন্ত এ উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। ড্রেনেজ ব্যাবস্থা উন্নত করে সবসময় সচল রাখাখার পরিকল্পনা নেওয়া হয়েছে। এ উচ্ছেদের ফলে রাস্তা আরো প্রসস্থ হবে সেই সাথে শহর যানজটমুক্ত হবে এবং জনসাধারণের চলাচলের সুবিধা হবে বলে জানালেন পৌর কতৃপক্ষ। পৌর মেয়র মনির আক্তার খান তরু লোদী জানান, শহরের এ রাস্তা প্রসস্থ করা হবে এবং ড্রেনেজ ব্যাবস্থা আরো উন্নত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। তাই রাস্তার পাশে যারা এতদিন অবৈধভাবে দখল করে দোকানপাঠ ও স্থাপনা তৈরী করেছিলেন। তা উচ্ছেদ করা হচ্ছে। এসব স্থাপনা উচ্ছেদ করে রাস্তা প্রসস্থ করা হলে শহরে যানজট মুক্ত হবে এবং জনসাধারণের চলাচলের সুবিধা হবে।