মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০২:৪২ অপরাহ্ন

করোনায় আক্রান্ত দক্ষিণ আফ্রিকার ৫ নারী ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দক্ষিণ আফ্রিকার ৫ নারী ক্রিকেটার। সোমবার সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়। হাসপাতালটির উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় এই তথ্য নিশ্চিত করেছেন।
হাসপাতালের একটি সূত্র জানায়, সম্প্রতি বাতিল হওয়া বাংলাদেশ নারী ও দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দলের মধ্যকার সিরিজে ছিলেন এই পাঁচ ক্রিকেটার। এর মধ্যে লিয়া জনস ও সিনালো জাফটা গত ম্যাচে দলে ছিলেন। জনস চতুর্থ ম্যাচে একটি উইকেটও পেয়েছিলেন। আক্রান্ত বাকি ৩ ক্রিকেটার হলেন, মাতসিপি মারসিয়া লেটসালো, নবোলুমকো বেনেতি ও রবেইন সিয়ারলে।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজ চলাকালে আক্রান্ত ওই ৫ জনসহ নারী ক্রিকেটাররা সিলেটের রোজভিউ হোটেলে অবস্থান করছিলেন। সোমবার বেলা ২টায় বিশেষ ফ্লাইটে তারা ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com